এখন পড়ছেন
হোম > জাতীয় > ভারতের সপ্তদশ লোকসভায় কোন রাজনৈতিক দখলে মোট কতগুলি আসন – একনজরে

ভারতের সপ্তদশ লোকসভায় কোন রাজনৈতিক দখলে মোট কতগুলি আসন – একনজরে


গতকাল দেশের সপ্তদশ লোকসভা আসনের গণনা হয়েছে – ৫৪৩ টি আসনের মধ্যে সামনে এসেছে ৫৪২ টি আসনের ফল। তামিলনাড়ুর একটি আসনে নির্বাচন হয় নি। একনজরে দেখে নিন ভারতের সপ্তদশ লোকসভায় কোন রাজনৈতিক দলের কতজন প্রতিনিধি থাকতে চলেছেন –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি – ৩০৩
কংগ্রেস – ৫২
ডিএমকে – ২৩
তৃণমূল কংগ্রেস – ২২
ওয়াইএসআর কংগ্রেস – ২২
শিবসেনা – ১৮
জেডিইউ – ১৬
বিজেডি – ১২
বিএসপি – ১০
টিআরএস – ৯
এলজেপি – ৬
এনসিপি – ৫
এসপি – ৫
মুসলিম লীগ – ৩
ন্যাশনাল কনফারেন্স – ৩
তেলেগু দেশম – ৩
আইমিম – ২
আপনা দল – ২
শিরোমনি আকালি দল – ২
সিপিআই – ২
আম আদমি পার্টি – ১
এআইএডিএমকে – ১
এআইইউডিএফ – ১
আজসু পার্টি – ১
জেডিএস – ১
জেএমএম – ১
কেরালা কংগ্রেস – ১
মিজো ন্যাশনাল ফ্রন্ট – ১
এনডিপিপি – ১
এনপিএফ – ১
এনপিপি – ১
সিপিআইএম – ১
আরএসপি – ১
সিকিম ক্রান্তিকারী মোর্চা – ১
রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি – ১
ভিসিকে – ১
নির্দল – ৪

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!