এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বাংলায় ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ কথা বলে রাজনৈতিক জল্পনা তীব্র করলেন রাজ্যপাল ধনকর

এবার বাংলায় ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ কথা বলে রাজনৈতিক জল্পনা তীব্র করলেন রাজ্যপাল ধনকর


বাংলার রাজনৈতিক জগতের কাছে বেশ পরিচিত রাজ্য এবং রাজ্যপালের রাজনৈতিক দ্বন্দ্ব। এবার আবারো একবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই দ্বন্দ্ব। রাজ্যে এর আগেও বহুবার রাজ্যপাল এবং রাজ্যের শাসকের দ্বন্দ্ব দেখা গেছে বহু বিষয়ে। এমনকি সম্প্রতি করোনা নিয়েও রাজ্যপাল জগদীপ ধনকর চূড়ান্ত গাফিলতির অভিযোগ আনেন রাজ্য সরকারের বিরুদ্ধে। তবে সম্প্রতি রাজ্যপাল তাঁর অভিযোগের ধরণ কিছুটা পাল্টেছেন বলে মত অনেকেরই।

তিনি এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিপরিষদবর্গকেই সাবধান ও সতর্ক পড়েছেন রাজ্যের আগাম কিছু দুর্নীতির খবর পেয়ে। এবং এই সূত্রেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজ্যপাল জগদীপ ধনকর সরাসরি টুইট করে সাবধান হওয়ার কথা বলেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি নির্দেশ দেন, রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার জন্য। অর্থাৎ ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এর ডাক দেওয়ার জন্য রাজ্যপাল যে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  সেখানে উল্লেখ করেছেন, বাংলার দুর্নীতির আটকানোর জন্য ‘সার্জিক্যাল স্ট্রাইক’ই একমাত্র ভরসা।

কারণ যেভাবে রাজ্যের দুর্নীতি দিনের পর দিন বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের স্বার্থ ফোন হচ্ছে তাই মানুষের স্বার্থ রক্ষা করার আগে দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এর প্রয়োজন। দেখা যাক কোন দুর্নীতির বিরুদ্ধে রাজ্যপাল মুখ খুলেছেন এবার। রাজ্যপালের মতে, সম্প্রতি রাজ্য সরকারের দেওয়া দরপত্রাবলী শুধুমাত্র পছন্দের ঠিকাদারদের মধ্যেই বিলি হচ্ছে। এই অভিযোগ পাওয়ার পরেই রাজ্যপাল আসরে নামেন এবং তাঁর হাতেও বেশকিছু প্রমাণপত্র এসেছে বলে তিনি দাবি করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই নিয়েই তিনি এবার রাজ্যের জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সতর্কবার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে। ওদিকে বাংলার করোনা পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9338 জন এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 432। এ প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকর একটি টুইট করে বলেন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে তাঁদের সসম্মানে অন্তিম সংস্কার করতে হবে শ্মশানে গিয়ে। এই অনুযায়ী তিনি স্বরাষ্ট্র সচিবের কাছে একটি আবেদন করেন বলে খবর।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, রাজ্যপালের সতর্কবার্তা যে রাজ্যের প্রশাসন কানে তুলবে না সে কথা বলাই বাহুল্য। যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত শাসকদলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজ্যপালের আশঙ্কা যদি সত্যি হয় তাহলে আগামী দিনে আবারো একটি ভয়ঙ্কর দুর্নীতির সামনা সামনি হতে চলেছে রাজ্যবাসী। এবং 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যদি শাসকদলের বিরুদ্ধে এরকম দুর্নীতি সামনে আসে তাহলে অবশ্যই দলের ওপর তার কুপ্রভাব পড়বে বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!