এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার আনিসুরের বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুখ খুললেন শুভেন্দু অধিকারী

এবার আনিসুরের বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুখ খুললেন শুভেন্দু অধিকারী

বিজেপিকে আক্রমণ করতে কেউই পিছপা হচ্ছে না শুভেন্দু অধিকারীই বা কেন বাদ যান এবার তিনি বিজেপিকে সরাসরি আক্রমণে নামলেন।এদিন পশ্চিম মেদিনীপুরে সবং উপনির্বাচনের প্রার্থী মানাস ভূঁইয়ার স্ত্রী গীতারানি ভূঁইয়ার সমর্থনে করা একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী,মানস ভুঁইয়া,অজিত মাইতি, বিধায়ক নির্মল ঘোষ প্রমুখ।কয়েকদিন আগে সবংয়ে তৃণমূলের বহিষ্কৃত নেতা পাঁশকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান বিজেপিতে যোগদান করেন আর তাই নিয়েই কটাক্ষ শুভেন্দুবাবুর। বিজেপিতে যোগ দেওয়া নেতাদের ডাস্টবিনে ফেলে দেওয়া বাতিল বলেও কটাক্ষ করেন তিনি এদিন তিনি বলেন, ‘একদল শুদ্ধিকরণের লক্ষ্যে দল থেকে তাড়াচ্ছে, আর বিজেপি সেইসব দুর্নীতিবাজদের দলে জায়গা দিচ্ছে। ক-দিন আগে আমরা পাঁশকুড়ায় একজনকে তাড়ালাম, অমনি বিজেপি ছুটে গিয়ে তাঁকে দলে নিয়ে নিল। একইরকম ঘটছে অন্য দলের ক্ষেত্রেও। সিপিএমও দুর্নীতিতে যুক্ত লক্ষ্ণণ শেঠকে বহিষ্কার করেছিল, তাঁকেও দলে স্থান দিয়েছে দিলীপবাবুরা। এখন দেখছি যা ফেলে দেওয়া হচ্ছে, ডাস্টবিন থেকে তা-ই কুড়িয়ে নিচ্ছে বিজেপি।’ এই সভা থেকে তিনি জনসাধারণের জন্য বলেন, ‘বিগত নির্বাচনের সমস্ত রেকর্ড ভেঙে দেবেন এবার আমাদের প্রার্থী।বিগত নির্বাচনগুলিতে মানস ভুঁইয়া যত ভোটে জিতেছিলেন এবার তাঁর দ্বিগুণ ভোট জিতে রেকর্ড করবেন গীতারানি ভুঁইয়া। আমাদের চ্যালেঞ্জ গীতাদেবীকে অন্তত ৮০ থেকে ১ লাখ ভোটে জিতিয়ে আনা।’সাথে আরো বলেন, এরপর বিজেপিকে বিঁধে বলেন,’বিজেপির একটাই অ্যাজেন্ডা মানুষের মধ্যে বিভাজন। ওরা মানুষের মধ্যে বিভাজন আনতে চায় ধর্ম ও সম্প্রদায়ের ভিত্তিতে। সকলের কাছে অনুরোধ ধর্ম ও সম্প্রদায় নিয়ে হানাহানির মধ্যে যাবেন না। ওঁদের প্ররোচনায় পা দেবেন না। আমাদের একটাই অ্যাজেন্ডা উন্নয়ন। সেই উন্নয়নকে পাথেয় করেই আমরা লড়াই চালাব। আমরা তাই উন্নয়নের কথা বলব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!