মুখ্যমন্ত্রীকে পাল্টা দিতে গিয়ে বিয়ে না করা নিয়ে খোটা দিলেন মহম্মদ সেলিম রাজ্য February 27, 2018 মুখ্যমন্ত্রীকে পাল্টা দিতে গিয়ে বিয়ে না করা নিয়ে খোঁটা দিলেন মহম্মদ সেলিম।ঘটনার সূত্রপাত ২২ ফেব্রুয়ারি হেমতাবাদে সরকারি সভায় থেকে।এদিন মুখ্যমন্ত্রী নাম না করে মহম্মদ সেলিমকে কটাক্ষ করে বলেন যে,“এখানে একজন আছেন যিনি টিভিতে মুখ না দেখালে তাঁর স্ত্রী তাঁকে খেতে দেবেন না। তাই টিভিতে মুখ দেখান।”এই মন্তব্যের পাল্টা দিয়তে গিয়ে এদিন সেলিমবাবু বলেন,“মুখ্যমন্ত্রী সংসার ধর্ম পালন করেননি। তাই তিনি জানেন না স্ত্রী কেন স্বামীকে খেতে দেন। আসলে আমার বিরুদ্ধে বলার কিছু পাননি বলে এই সব কথা বলেছেন।”পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন ,“ কেন্দ্রীয় প্রকল্পের টাকায় নিজের ছবি লাগিয়ে প্রচার করছেন মুখ্যমন্ত্রী। সেফ ড্রাইভ, সেভ লাইফ এই প্রচারে নিজের ছবি দিয়ে প্রচার করার জন্য মানুষ ওই ব্যানারগুলি ঘুরেও দেখছেন না। এর ফলে ওই প্রকল্পের উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেছে। দুর্ঘটনাও বেড়ে গেছে।”ভাইচুং ভুটিয়ার প্রসঙ্গ টেনেও তৃণমূলকে বিঁধতে ছাড়লেন না তিনি। এদিন তাই নিয়েও বললেন যে, “এইসব তারকা নেতারা আসলে ভাড়া খাটেন। মকুল রায় আগে তৃণমূলের হয়ে ভাড়া খেটেছেন। এখন বিজেপি -র হয়ে খাটছেন। যেমন প্যান্ডেলের বাঁশ যেমন মুখ্যমন্ত্রীর সভায় ব্যবহার হয় তাই আবার প্রধানমন্ত্রীর সভায় পাঠানো হয়। তেমনই এই সব ভাড়ার নেতারা একবার এই দলে ভাড়া খাটেন পরে আবার অন্য দলে যান। তেমনই আগে যারা তৃণমূলের হয়ে ভাড়া খাটতেন এখন তাঁরা বিজেপি -তে যাওয়ার চেষ্টা করছেন।” আপনার মতামত জানান -