এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিরসা মুন্ডার প্রতিকৃতি নিয়ে রাজনীতি অব্যাহত, এবার আদিবাসী ভোট টানতে মাস্টারস্ট্রোকে দিতে চলেছে তৃণমূল

বিরসা মুন্ডার প্রতিকৃতি নিয়ে রাজনীতি অব্যাহত, এবার আদিবাসী ভোট টানতে মাস্টারস্ট্রোকে দিতে চলেছে তৃণমূল

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি মাসের শুরুর দিকে দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ সফরে এসে বাঁকুড়া জেলা সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়া জেলায় পুয়াবাগান সংলগ্ন পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়কের সামনে থাকা বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে সম্মান জানিয়ে ছিলেন। এরপরেই এই ঘটনা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। পরদিনই মূর্তিকে শুদ্ধ করে শাসকদল তৃণমূল। তারপরই তৃণমূল দাবি করে যে, বিরসা মুন্ডার পরিবর্তে এক আদিবাসী শিকারির মূর্তিতে মাল্যদান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমন অভিযোগ কিছু আদিবাসী সমাজও তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী সমাজের অন্দরে তীব্র চাঞ্চল্য শুরু হয়। এবার, এই সুযোগকে কাজে লাগিয়ে আদিবাসী সমাজকে কাছে টানতে বিশেষ পরিকল্পনা নিল শাসকদল তৃণমূল।

প্রসঙ্গত বাঁকুড়া জেলার পুয়াবাগান মোড় সংলগ্ন পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়কের উপরে থাকা বিরসা মুন্ডার মূর্তিতে স্বরাষ্ট্রমন্ত্রীর মাল্যদান করার পর শাসক দল তৃণমূল ও আদিবাসী সমাজের একটি অংশ এই মূর্তিকে বিরসা মুন্ডার মূর্তি বলে মানতে অস্বীকার করে। তাঁদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী ভুল প্রতিকৃতিতে মাল্যদান করেছেন। এ প্রসঙ্গে ভারত জাকাত পরগনা মহলের নেতা সঙ্গেরি হেমব্রম অভিযোগ করেছেন যে, ভুল মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নয়, অসম্মান করা হয়েছে আদিবাসী সমাজকে।

এই মাল্যদান বিতর্ক প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে দিয়েছেন তখন সেই মূর্তিকে আজ থেকে বিরসা মুন্ডার মূর্তি বালে মানতে হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর মাল্যদান করার পর দিনেই এই মূর্তি গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধ করেছিল তৃণমূল। এবার শাসকদল তৃণমূল পক্ষ থেকে পুয়াবাগান সংলগ্ন রাজ্য সড়কের ধারে ৪০ ফুটের একটি বিরাট বিরসা মুন্ডার মূর্তি স্থাপনের উদ্যোগ নেয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সোমবার ভাইফোঁটার দিনে বিকাশ পরিষদের সদস্যদের নিয়ে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা ও জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু জানিয়েছেন যে, বাঁকুড়া জেলায় পুয়াবাগান সংলগ্ন বিতর্কিত এই মূর্তির কাছাকাছি ৪০ ফুটের একটি নতুন বিরসা মুন্ডার মূর্তি বসানো হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই নতুন মূর্তি বসানো হবে। রাজ্য সরকার এর জন্য জমি চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে।

এ প্রসঙ্গে জেলা পরিষদ সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু জানালেন, ” আদিবাসী সমাজ চাঁদা তুলে বিরসা মুন্ডার নয়া এই মূর্তি বসাবে। ভুল মূর্তিতে মালা পরিয়ে বিরসা মুন্ডাকে অপমান করা হয়েছে। তা মেনে নেওয়া হবে না।” রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন যে, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। যে নির্বাচন শাসকদল তৃণমূলের পক্ষে অত্যন্ত কঠিন লড়াই হতে চলেছে। আর এই নির্বাচন উপলক্ষে আদিবাসী সমাজের ভোট টানতে মূর্তি বসাবার পরিকল্পনা নিল রাজ্যের শাসকদল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!