এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্য নেতৃত্বের উপর কি ভরসা নেই? বাংলার রাশ ক্রমশ চলে যাচ্ছে কেন্দ্রের হাতে, উঠছে প্রশ্ন!

রাজ্য নেতৃত্বের উপর কি ভরসা নেই? বাংলার রাশ ক্রমশ চলে যাচ্ছে কেন্দ্রের হাতে, উঠছে প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। বাংলার ক্ষমতা দখল করা বিজেপির কাছে এখন প্রধান টার্গেট। তবে বিভিন্ন সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাংলায় আগমনকে কেন্দ্র করে জল্পনা ছড়িয়েছে দলের অন্দরমহলে। অনেকেই বলতে শুরু করেছেন, বাংলায় কি বিজেপির সঠিক নেতা নেই! আর তাই কেন্দ্রের নেতাদের বারবার বাংলায় পদ্ম ফোটানোর চেষ্টা করতে আসতে হচ্ছে!

স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে বঙ্গ বিজেপির অন্দরমহলে, ঠিক তখনই বিধানসভা ভোটের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে 13 দিনের মধ্যে তিন দফায় রাজ্য বিজেপির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে এবার ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে।

জানা গেছে, মঙ্গলবার তৃতীয় এই বৈঠকটি কলকাতায় অনুষ্ঠিত হবে। যেখানে বিএল সন্তোষের পাশাপাশি বিজেপির আরও 5 কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন বলে খবর। আর এই বৈঠকের পর আজই কোলকাতায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বিএল সন্তোষের। এদিকে দলের আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের সর্বভারতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্যকেও এবার রাজ্য বিজেপির আরও এক সহ পর্যবেক্ষক করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

জানা গেছে, সোমবার তিনি কলকাতায় পৌঁছে গিয়েছেন। এদিনের বৈঠকে তিনিও উপস্থিত থাকতে পারেন। আর কেন্দ্রের পক্ষ থেকে একের পর এক নেতাকে বাংলার সংগঠনের জন্য পাঠানোয় ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে বিজেপিতে। অনেকেই বলতে শুরু করেছেন, বাংলার নেতাদের ওপর খুব একটা বেশি ভরসা করতে পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই সর্বভারতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী দিনে বাংলার বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে জোরদার করতে রাজ্যে পাঠানো হচ্ছে বলে দাবি একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির এক নেতা বলেন, “এই রাজ্যের বিধানসভা ভোটে কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই প্রধান রাশ থাকবে। অমিত শাহ স্বয়ং রাজ্যে ভোটে জেতার লক্ষ্যে বিশেষ মনোযোগী। ফলে তিনি নিজেই এই রাজ্যের রণকৌশল ঠিক করবেন।” এদিকে এই ব্যাপারে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরী এবং সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “বিধানসভা ভোটের আগে বি এল সন্তোষ সহ কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে। এই ধরনের বৈঠক ঘনঘন অনুষ্ঠিত হবে।”

অর্থাৎ রাজ্য বিজেপি নেতাদের কথায় পরিষ্কার যে, আগামী দিনে বাংলাকে আরও বেশি করে গুরুত্ব দিতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই রাজ্য নেতাদের কাজে নজরদারি রাখতে কেন্দ্রের পক্ষ থেকে প্রায়ই সর্বভারতীয় নেতারা বাংলায় পা রাখতে পারেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের ওপর চাপ বাড়াতে বিজেপির একদম শীর্ষস্তর থেকেই যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, তা কার্যত স্পষ্ট। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!