এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তথাগতর জবাব দিতে গিয়ে গাড্ডায় পড়লেন দিলীপ! সমালোচনার ঝড়!

তথাগতর জবাব দিতে গিয়ে গাড্ডায় পড়লেন দিলীপ! সমালোচনার ঝড়!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের বক্তব্যের জবাব দিতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে। সম্প্রতি আক্রমণ-পাল্টা আক্রমণে দিলীপ ঘোষ এবং তথাগত রায়ের বিবাদ নজর করেছিল সকলের। আর তার পরিপ্রেক্ষিতেই দিলীপ ঘোষকে অর্ধশিক্ষিত বলে আক্রমণ করেছিলেন তথাগত রায়। আর তথাগতবাবুর সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে আনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবকে “অশিক্ষিত” বলে মন্তব্য করলেন তিনি। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর বেশি পড়াশোনা করেননি বলেও জানিয়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

সূত্রের খবর, এদিন তথাগত রায়ের “অর্ধশিক্ষিত” মন্তব্যের জবাব দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তিনি বলেন, “এসব যারা বলেন, তাদের শিক্ষা নিয়েই প্রশ্ন উঠে যায়। রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ প্রথাগতভাবে খুব বেশী পড়াশোনা না করলেও, গোটা বিশ্ব তাদের কথা শুনে মনে রেখেছে। তাদের বই পড়ি আমরা। আমাদের জীবন তৈরি করে সেগুলো। এটাই ভারতের সংস্কৃতি। যারা বুঝতে পারেন না, তাদের তো কিছু বলার নেই।” তবে দিলীপবাবুর এই মন্তব্য নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনার ঝড় তৈরি হয়েছে বাংলার সাধারন মানুষদের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের দাবি, দিলীপ ঘোষ এবং তথাগত রায় কি বাকযুদ্ধ করবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু তাদের দুজনের গন্ডগোলে কেন মধ্যমণি করা হবে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে? এটা কি বাংলার সংস্কৃতির অপমান নয়? বারবার বিজেপি নিজেদের বঙ্গ সংস্কৃতি পরিপূরক বলে তুলে ধরতে চাইছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপি যে বাংলাকে ভালোমতো চেনে না, তা বারবার তুলে ধরেছে। আর এবার দিলীপ ঘোষের মন্তব্যের পর সাধারণ মানুষদের মনে তৃণমূলের সেই প্রশ্ন আরও প্রাসঙ্গিক হয়ে উঠল।

তাহলে কি বাংলাকে অপমান করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না বিজেপি নেতারা? কেন তথাগত রায়কে আক্রমণ করতে গিয়ে বাংলার মনীষীদের টেনে আনলেন দিলীপ ঘোষ, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। স্বভাবতই গোটা বিষয়কে কেন্দ্র করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!