এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মোদীর মিশনে ঘরে ফিরতে পারলেন বাংলার হেভিওয়েট মন্ত্রীপুত্র! আবেগে ভাসছেন স্বয়ং মন্ত্রীমশায়

মোদীর মিশনে ঘরে ফিরতে পারলেন বাংলার হেভিওয়েট মন্ত্রীপুত্র! আবেগে ভাসছেন স্বয়ং মন্ত্রীমশায়


গত ফেব্রুয়ারি থেকেই দেশে হানা দেয় করোনা ভাইরাস। সেই সময় দেশজুড়ে শুরু হয়ে যায় লকডাউন। লকডাউন এর ফলে যানবাহন সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। বলা যায় দেশ থমকে যায়। ফলে যে যেখানে আছে সেখানেই আটকা পড়ে যায়। এরকম ভাবেই আটকা পড়ে গিয়েছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে ঈশানদেব চট্টোপাধ্যায়। তিনি সম্প্রতি বাংলাদেশ গিয়েছিলেন কাজে, সেখানেই তিনি আটকা পড়ে গিয়েছিলেন বলে জানা গেছে।

কিন্তু প্রায় দুমাস পর এবার কেন্দ্রের সহায়তায় ঘরে ফিরে এলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে ঈশানদেব। সম্প্রতি বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে বিশেষ ব্যবস্থা নেন নরেন্দ্র মোদী। আর কেন্দ্রের সেই ‘বন্দে ভারত মিশন’ এর সহায়তায় ভারতের মাটিতে পা দিলেন ঈশানদেব। কিন্তু করোনার বিধিনিষেধ হেতু তাকে আপাতত 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতে হয়েছে বলে জানা গেছে। তাঁর বাবা শোভনদেব চট্টোপাধ্যায়কে শুধুমাত্র চোখের দেখাই দেখতে পেরেছে ঈশানদেব বলে জানা গেছে। একটি নামী হোটেল সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে চাকরি করেন ঈশানদেব।

প্রসঙ্গত, সংস্থার কাজেই তিনি ফেব্রুয়ারি মাসে ঢাকা গিয়েছিলেন। সেখানেই নামি হোটেলের দামি রুমে থাকতেন তিনি। কিন্তু নামী হোটেলে আটকে থাকলেও বাড়ির মতন পরিবেশ সেখানে ছিল না, ছিল না মনের মতন খাবারও। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়, ঢাকায় এতদিন ধরে আলুসেদ্ধ, ভাত আর ডিমভাজা খেয়েই ওকে কাটাতে হয়েছে। একজন মন্ত্রীপুত্র হয়েও, নামী সংস্থার দামী ও উচ্চপদে চাকরিরত হয়েও, করোনার থাবায় তাঁকেও অসহায় হয়ে পড়তে হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই, পুত্রের এই কষ্টের কথা জানাতে গিয়ে আক্ষেপই ঝরে পরে মমতা মন্ত্রীসভার অত্যন্ত গুরুত্বপূর্র্ণ এই সদস্যের গলায়। কিন্তু, তার মাঝেও ছেলেকে নিজের দেশে ফিরিয়ে আনতে পেরে যেন কিছুটা স্বস্তিই লক্ষ্য করা যায় শোভনদেববাবুর চেহারায়। এতদিনের উৎকন্ঠা সরিয়ে সুস্থ শরীরে ছেলেকে কলকাতার মাটিতে দেখতে পেয়ে কিছুটা যেন আবেগতাড়িতই হয়ে পড়েন প্রবীণ এই মন্ত্রী। তবে, কলকাতায় পা রাখলেও এখনই বাড়ি ফেরা হচ্ছে না মন্ত্রীপুত্রের।

আপাতত কলকাতায় পা দিয়েই তিনি বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে কোয়ারেন্টাইনে চলে গেছেন বলে জানা গেছে। সেখানে 14 দিনের পর স্বাস্থ্য পরীক্ষা শেষ হলে তবেই তিনি বাবা-মার কাছে বাড়িতে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ঈশানদেবের সঙ্গে আজ ঢাকা থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে বাড়ি ফিরেছেন আরও 168 জন। জানা গিয়েছে, এদের বেশিরভাগই রয়েছে মেডিকেল পড়ুয়া। কেউবা ব্যবসার কাজে বাংলাদেশ গিয়েছিলেন, কেউবা আত্মীয়র বাড়ি গিয়েছিলেন।

লকডাউন হবার ফলে সীমান্ত হয়ে যায় বন্ধ। তাই আকাশপথে বা স্থলপথে কেউই এদেশে আর ফিরে আসতে পারেননি। আর এখানেই মুশকিল আসনের কাজ করে কেন্দ্রের বন্দে ভারত মিশন। আর তাই, স্বদেশে ফিরতে পেরে অনেকটাই যেন স্বস্তি লক্ষ্য করা যায় সকলের গলাতেই। তবে আপাতত প্রত্যেকেই দেশে ফিরে কোয়ারেন্টাইন এর বিধি নিষেধ পালনে ব্যস্ত। এখন অপেক্ষা 14 দিনের। আপাতত ঘরের মানুষজন ঘরে ফিরেছেন, এটাই স্বস্তির বলে মনে করা হচ্ছে। বিদেশ-বিভুঁই থেকে ছেলে কলকাতায় ফায়ার আসায় স্বস্তি শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবারেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!