এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > অর্জুনের বাড়ির দিকে এত সিসিটিভি, বড় পদক্ষেপ আদালতের! চাপে রাজ্য!

অর্জুনের বাড়ির দিকে এত সিসিটিভি, বড় পদক্ষেপ আদালতের! চাপে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূল কংগ্রেস ছাড়ার পর থেকেই অর্জুন সিংহের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছে এই রাজ্যের পুলিশ। ইতিমধ্যেই ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন, তার বাড়িতে কে আসছে, কে যাচ্ছে, তার সবটাই নজর রাখা হচ্ছে। এক্ষেত্রে তার বাড়ির দিকে তাক করে প্রচুর সিসিটিভি লাগানো রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। আর এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিংহ। যার পরিপ্রেক্ষিতে আদালত আজ এক বড় নির্দেশ দিল।

প্রসঙ্গত, আজ অর্জুন সিংহের অভিযোগের পরিপ্রেক্ষিতে বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যেখানে আদালতের বিচারপতি জয় সেনগুপ্ত অর্জুন সিংহের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারকেও এই ব্যাপারে রিপোর্ট দেওয়ার কথা বলেছেন মাননীয় বিচারপতি। একাংশ বলছেন, এর ফলে আরও চাপে পড়ে গেল রাজ্য সরকার। আদালত কি নির্দেশ দেবে, সেটা পরের বিষয়। কিন্তু দুই পক্ষকে রিপোর্ট জমা দেওয়ার কথা বলে বর্তমান পরিস্থিতিতে তৃণমূল সরকারের চাপ অনেকটাই বৃদ্ধি পেল। কেননা অর্জুন সিংহের অভিযোগ ছিল, রাজ্যের বিরুদ্ধে নজরদারির। তাই দুই পক্ষকে রিপোর্ট জমা দেওয়ার কথা বলে পরোক্ষে আদালতের নির্দেশে রাজ্যই সবথেকে বেশি চাপে পড়লো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!