এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নোয়াপাড়ায় প্রার্থীবদল নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন দিলীপ ঘোষ

নোয়াপাড়ায় প্রার্থীবদল নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন দিলীপ ঘোষ


বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ খোলা মানেই বিতর্ক। গতকাল আউশগ্রাম-২ ব্লকের রামনগরে এক দলীয় সভা থেকে আবারো বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। কলকাতার এক নামি সংবাদপত্রের প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দুই রাজ্য নেতা সায়ন্তন বসু ও জয় বন্দোপাধ্যায়কে পাশে নিয়ে দিলীপবাবু গতকালের সভা থেকে বলেন –

১. মঞ্জুদেবীর উপর প্রচণ্ড চাপ রয়েছে
২. তৃণমূল কংগ্রেস হুমকি দেওয়ায় নোয়াপাড়া বিধানসভা উপ নির্বাচনে বিজেপি প্রার্থীপদ থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু সরে দাঁড়িয়েছেন
৩. তৃণমূল কংগ্রেস অন্যান্য পার্টি ভাঙিয়ে সরকার চালাচ্ছে
৪. আমরাও অন্য দল থেকে লোক নিয়ে আসব
৫. আমাদের দলে কেউ বোঝা নয়, সবাই সম্পদ
৬. এরাজ্যে জাতপাতের রাজনীতি চলবে না, তৃণমূল এখন বাঁচার জন্য পুরোহিতদের আশীর্বাদ চাইছে
৭. পুরোহিতদের উদ্দেশ্যে বলব তৃণমূলের দান ধ্যান নেবেন না, তাতে পাপের টাকা রয়েছে

যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদপত্রে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!