এখন পড়ছেন
হোম > রাজ্য > নাবান্নর নির্দেশিকায় বড়সড় পরিবর্তন আমলা মহলে

নাবান্নর নির্দেশিকায় বড়সড় পরিবর্তন আমলা মহলে

গতকাল নবান্ন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যার ফলে বড়সড় বদল ঘটতে চলেছে আমলা মহলে।
এই নতুন নির্দেশিকায় বেশ কয়েকজন ডব্লুবিসিএসের অফিসার ছাড়া একজন আইএএস অফিসারের নামও বদলির খাতায় লেখা হয়েছে।স্কুল শিক্ষা দফতরের কমিশন পদ বদল করে কেএমডির নতুন মুখ সম্পাদক হলেন অবনীন্দ্র সিং।অন্যদিকে স্কুল শিক্ষা পদের নতুন মুখ্য সম্পাদক পদে নিযুক্ত হলেন ডঃ সৌমিত্র মোহন।পাশাপাশি রাজ্যের তথ্য অধিকর্তার পদ বদল করে রীতেন্দ্রনারায়ণ বসুরায়চৌধুরীকে স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব পদে নিযুক্ত করা হয়।এবং তথ্য অধিকর্তার বিশেষ পদে নিযুক্ত করা হয় পরিবহণ দপ্তরের যুগ্মসচিব মিত্র চট্টোপাধ্যায়কে।

গদি যাচ্ছে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মন্ত্রীর? জল্পনা চরমে

উল্টোদিকে নন্দনের মুখ্য সম্পাদক পদে নিযুক্ত করা হয় ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের বিশেষ সচিব মহুয়া বন্দ্যোপাধ্যায়কে।অন্যদিকে নন্দনের প্রাক্তন মুখ্য সম্পাদক যাদব মন্ডলের স্থানান্তর ঘটিয়ে তাকে কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার পদে নিযুক্ত করা হয়।এই দুই পদের বদলির ফলে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে গুঞ্জন।আবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব দেবযানী দত্তের পদান্তর ঘটিয়ে তাকে নিযুক্ত করা হয় পিবি রেশম শিল্পী মহাসঙ্ঘ সমবায় লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর পদে।এবং এই পদের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অরুনিমা দে’কে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ সচিব পদে।

এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ চারশো কর্মীর

পাশাপাশি যুগ্ম সচিব পদে নিযুক্ত করা হয় পাপিয়া ঘোষকে এবং পাপিয়া ঘোষের জায়গায় অর্থাৎ নারী ও শিশু কল্যাণ দপ্তরের যুগ্ম সচিব নিযুক্ত করা হয় পর্ণা চন্দ’কে।স্টেট কাউন্সিল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পর্ণা চন্দ’র জায়গায় আনা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ডেপুটি সেক্রেটারি সত্যজিৎ সেন’কে।পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের যুগ্ম সচিব হলেন পর্যটন দপ্তরের যুগ্ম সচিব অভিজিৎ মুখোপাধ্যায়।তবে হঠৎ কি কারণে এই বদল তা জানা যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!