এখন পড়ছেন
হোম > জাতীয় > দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যকে অভিযুক্ত করে, প্রধানমন্ত্রীর দরবারে শুভেন্দু

দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যকে অভিযুক্ত করে, প্রধানমন্ত্রীর দরবারে শুভেন্দু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে সরাসরি দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যানমেড বন্যা বলে অভিযোগ করেছেন তিনি। হাওড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কেন্দ্র সরকার ও ডিভিসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এ বছর বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু প্রকৃতির রোষে এই বন্যা হয়নি। আচমকা জল ছেড়ে দেবার কারণে এই বন্যা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, ডিভিসি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত সংস্থা নয়। এর ওপর রাজ্যেরও অংশীদারিত্ব আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, ডিভিসি ইচ্ছে মতো জল ছেড়ে দেওয়ার কারণেই ২০১৫, ২০১৭, ২০১৯ সালের পর আবার এই রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে সমস্ত বিষয়ের সূরাহা চেয়েছেন তিনি। এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ডিভিসি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত সমস্যা নয়। এটি একটি অন্তরাজ্য সংস্থা। যেখানে কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গ সরকার, ঝাড়খন্ড সরকারের এক-তৃতীয়াংশ অংশীদারিত্ব আছে। এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পশ্চিমবঙ্গের প্রিন্সিপাল সচিব পর্যায়ের কোনো আধিকারিক থাকেন। বর্তমানে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রাজ্য সরকারের সেচ ও জলপথ দপ্তরের সচিব ছাড়াও রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের মুখ্য নির্বাহী বাস্তুকার।

তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী ডিভিসির নামে যা বলেছেন, তা অসত্য। কয়েক মাস আগে তিনি সেচমন্ত্রী ছিলেন। ডিভিসির অংশীদার রাজ্য সরকারও। দুই রাজ্যের প্রতিনিধিদের নিয়ে আলোচনার ভিত্তিতেই জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসির পরিচালন পর্ষদ। এ বিষয়ে রাজ্যগুলিকে প্রয়োজনীয় সতর্কবার্তা পাঠানো হয়। তিনি প্রশ্ন করেছেন, পশ্চিমবঙ্গ সরকার সতর্কবার্তা পাওয়ার পরেও কেন সতর্ক হয়নি? তিনি জানিয়েছেন, এই পরিস্থিতির জন্য রাজ্য নিজেই দায়ী। জেলা প্রশাসনের কোন আধিকারিক কি করছেন? সে কথাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!