এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তিনি সকাল থেকে ধরনায় বসে একটি চপের ছবি এঁকেছেন। ছবিটা কিনবে কে?সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু তো জেলে।” -কটাক্ষ শুভেন্দুর

“তিনি সকাল থেকে ধরনায় বসে একটি চপের ছবি এঁকেছেন। ছবিটা কিনবে কে?সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু তো জেলে।” -কটাক্ষ শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের ওপর ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যার প্রতিবাদে গতকাল গান্ধী মূর্তির পাদদেশে সাড়ে তিন ঘণ্টা সময় ধরে নিরব ধরনা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একাকীই ধরনা দিলেন তিনি। সাড়ে তিন ঘণ্টা ধরে একের পর এক ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার, এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ ও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানালেন, মুখ্যমন্ত্রী সকাল থেকে ধরনায় বসে একটি চপের ছবি এঁকেছেন। তিনি প্রশ্ন করেছেন, তাঁর এই ছবি কিনবে কে? সুদীপ্ত সেন, গৌতম কুন্ডুতো এখন জেলে আছেন।

গতকাল রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের হয়ে রাজারহাট-গোপালপুরে এক সভায় যোগ দিয়েছিল শুভেন্দু অধিকারী । এই সভা থেকেই একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ,কটাক্ষ করলেন তিনি। গতকাল গলায় গামছা পরে, মুখে কালো মাস্ক পরে বহু ছবি আঁকতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানালেন যে, তিনি সকাল থেকে ধরনায় বসে একটি চপের ছবি এঁকেছেন। কিন্তু দুর্ভাগ্য মুখ্যমন্ত্রীর ছবি কেনার জন্য কেউ এখন নেই। তিনি প্রশ্ন করেছেন, মুখ্যমন্ত্রীর এই ছবি কিনবে কে? সুদীপ্ত সেন আর গৌতম কুন্ডুতো এখন জেলে আছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী জানালেন, মুখ্যমন্ত্রী হাইকোর্ট মানেন না, সংবিধান মানেন না। নির্বাচন কমিশন তাঁকেও নোটিশ পাঠিয়েছে, সেই নোটিশের জবাব দিয়েছেন তিনি। নির্বাচন কমিশন তাঁকে আদর্শ আচরণ বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। কমিশনের নির্দেশ মেনে চলবেন তিনি। তিনি আরও জানান, বিজেপি নেতা রাহুল সিনহার উপরেও ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশ মেনে নিয়েছেন রাহুল বাবু। কিন্তু মুখ্যমন্ত্রী তা মানতে পারেননি। এ কারণেই ধরনায় বসেছেন তিনি।

এরপর শুভেন্দু অধিকারী রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একটি পুরনো উক্তি তুলে ধরলেন। তিনি জানালেন, একসময় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে, যারা অযোগ্য তারাই ধরনায় বসে থাকেন। এই উদ্ধৃতি তুলে ধরে মুখ্যমন্ত্রীকেই কটাক্ষ করলেন তিনি। তিনি জানান, মুখ্যমন্ত্রী বলেছেন যে, বাংলাকে তিনি গুজরাটিদের হাতে তুলে দেবেন না। কিন্তু গতকাল সারাদিন গান্ধী মূর্তির পায়ের কাছে বসে ছিলেন তিনি। তিনি কি জানেন, মহাত্মা গান্ধীর জন্ম কোথায়? প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। এভবেই মুখ্যমন্ত্রীকে ছবি আঁকা সহ নানা বিষয়ে নানাভাবে ব্যঙ্গ-বিদ্রুপ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!