এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য বিজেপিতে নতুন পদ পেতে পারেন জয় বন্দ্যোপাধ্যায়

রাজ্য বিজেপিতে নতুন পদ পেতে পারেন জয় বন্দ্যোপাধ্যায়


গুজরাটে ক্ষমতা কায়েমের পাশাপাশি হিমাচল প্রদেশে কংগ্রেসকে হারিয়ে জয়লাভের পর বিজেপির একমাত্র লক্ষ্য বাংলা।পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় প্রচারে নামতে চলেছে বিজেপি ।এই কর্মসূচির দিকে বিজেপির নেতা -নেত্রীদের ভূমিকা নিয়ে তৎপর বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।একটি ওয়েব পোর্টালের খবর অনুযায়ী এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন”রাজ্য নেতৃত্ব সমস্ত দিকেই নজর রাখছে ।কোন নেতা- নেত্রী ভালো কাজ করছেন।আর কোন নেতা ফাঁকি মারছেন তা সবই দেখা হচ্ছে।ভাল কাজ করলে দল তাঁকে উপযুক্ত সম্মান দেবে।” এবার সেই উপযুক্ত সম্মানই পেতে পারেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর জয় বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক করা হতে পারে। যদিও সেই বিষয়ে শীর্ষ নেতৃত্ব কোনো মন্তব্য করেননি। দলীয় সূত্রে জানা গেছে , জয় বন্দ্যোপাধ্যায়কে রাজ্য দপ্তরে সেই ভাবে দেখা না গেলেও ,প্রতিদিন তাঁকে কোনও না কোনও জেলায় সভা করতে দেখা গেছে। জনসভা ছাড়াও জেলায় জেলায় মিছিল করেছেন তিনি। তাঁর মতো অভিনেতা থাকার সুবাদে জেলায় ভালোই সারা পায় বিজেপি এমনটাই মত দলের একাংশের।তাই এবার রাজ্য কমিটিতে আনা হতে পারে তাঁকে। প্রসঙ্গত মোদি-অমিত শাহ বাংলায় সংগঠন বাড়াতে বুথ কমিটি গঠনের নির্দেশ দেন । ২০১৭তে তিনি দুবার আসেন বাংলায়।বুথে বুথে একজন করে কর্মী খোঁজার নির্দেশও দেন ।২০১৯ র লোকসভা ভোট ও পঞ্চায়েত ভোটে বাংলার ভোট ব্যাংকে বিজিপির আসন সংখ্যা বাড়ানোই এখন একমাত্র লক্ষ্য । সেইমতো দলের কর্মসূচি নির্ধারণ করেদিয়েছেন সভাপতি অমিত শাহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!