এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ মুখ্যসচিবের

Breaking News, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ মুখ্যসচিবের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যের প্রায় ১২ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যের একাধিক হাসপাতালে শুরু হয়েছে করোনা বেডের অভাব। এবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যসচিব।

আজ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হলো। ৬ জন সদস্য যেখানে যোগদান করেছেন। রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি দেখা, হাসপাতালের অক্সিজেনের যোগান ইত্যাদি খতিয়ে দেখবে এই টাস্কফোর্স। আবার, রাজ্যের স্বরাষ্ট্র সচিব আজ বিভিন্ন রাজ্যের জেলা শাসকের সঙ্গে সংশ্লিষ্ট জেলার করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠকে যোগদান করতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এরপর সমস্ত নির্বাচনী সভা বাতিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল ভাবে সভায় যোগদান করবেন তিনি। নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে, আজ রাজ্য সফর বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জনসভা ছিল আজ রাজ্যের একাধিক স্থানে। আজ বিকেলে ভাবে ভার্চুয়াল ভাবে এই সভাগুলোতে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!