এখন পড়ছেন
হোম > রাজ্য > বিদ্যুৎ প্রকল্প নিয়ে নয়া সিদ্ধান্ত, কমিটি গঠন রাজ্যের!

বিদ্যুৎ প্রকল্প নিয়ে নয়া সিদ্ধান্ত, কমিটি গঠন রাজ্যের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার পূর্বের প্রকল্পের খসড়া তৈরি করে রিপোর্ট জমা দেওয়ার জন্য আট সদস্যের কমিটি গঠন করল রাজ্য সরকার স্বাভাবিকভাবেই রাজ্যের এই উদ্যোগকে কেন্দ্র করে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। অনেকে বলছেন, কেন্দ্রের পক্ষ থেকে বিদ্যুৎ প্রকল্প রূপায়ণ করা হলে রাজ্য তার প্রাপ্য ভাগ পেতে পারে। আর তা যদি হয়, তাহলে আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই গোটা বিষয় নিয়ে উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে রাজ্য সরকারকে।

বলা বাহুল্য, কেন্দ্রের পক্ষ থেকে বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে নানা প্রকল্প আনা হয়েছে বলে দীর্ঘদিন ধরেই দাবি করা হয়েছিল। কিন্তু এই প্রকল্প গুলো কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকারগুলোকে যে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে, তা জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আর সেই মতো করেই এবার পদক্ষেপ গ্রহণ করল রাজ্য। সূত্রের খবর, সোমবার রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শান্তনু বসু একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন সংস্থার ডিরেক্টর সুজয় সরকার। এছাড়াও আরও উচ্চপদস্থ সাত কর্তা এই কমিটির সদস্য হিসেবে নিয়োজিত থাকবেন। কিন্তু কি কাজ করবে এই কমেডি জানা গিয়েছে, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের যে প্রকল্প হতে চলেছে, তার বিভিন্ন পরিকাঠামোর ক্ষেত্রে অ্যাকশন প্ল্যান তৈরি করে সেই পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার কাজ করবে এই কমিটি।

বিশেষজ্ঞরা বলছেন, বিন্দুমাত্র সময় নষ্ট না করে বর্তমান আইনের আওতাতেই যাতে অতীতের প্রকল্পটির খসড়া তৈরি করা যায়, তার জন্য রাজ্যের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আটজন সদস্যকে নিয়ে রাজ্য সরকারের এই উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বিদ্যুৎ প্রকল্পের পাশে দাঁড়িয়ে রাজ্যের পক্ষ থেকে এই কমিটি গঠনের মধ্যে দিয়ে নিজেদের সদিচ্ছার বিষয়টি তুলে ধরা হল বলেই মনে করছেন একাংশ। তবে কমিটি দ্রুত রিপোর্ট দিলেও, সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য মন্ত্রিসভা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!