এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বচ্ছতার প্রশ্নে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে একাধিক কঠোর নির্দেশ নবান্নের

স্বচ্ছতার প্রশ্নে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে একাধিক কঠোর নির্দেশ নবান্নের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের কয়েক মাস আগে প্রথম দুয়ারে সরকার প্রকল্প আনা হয়েছিল। যে প্রকল্প যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এবার ভোটের পর আবার দুয়ারে সরকার প্রকল্প আনা হচ্ছে। আগামী ১৬ ই আগস্ট থেকে শুরু করে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার প্রকল্প। প্রকল্পতে যাতে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হয়, সে বিষয়ে একাধিক কঠোর নির্দেশ জারি করেছে নবান্ন। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কেউ যাতে কোন টাকা-পয়সা নিতে না পারেন, এই প্রকল্পকে কেউ যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে কঠোর নির্দেশ দেয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে।

গতকাল নবান্নর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা দেয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, দুয়ারে সরকার প্রকল্প নিয়ে যথাযথভাবে প্রচার করতে হবে। তবে, কোন পঞ্চায়েত অফিস থেকে এই প্রকল্প করা যাবে না। অর্থের বিনিময়ে বিলি করা যাবে না এর ফর্ম। এ বিষয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দেয়া হয়েছে জেলাশাসকদের। প্রত্যেক শিবির থেকে নিখরচায় ফর্ম বিলি করতে হবে। আবার একজন ব্যক্তি যাতে একাধিক আবেদন জমা না দেন, সে বিষয় দেখারও নির্দেশ দেয়া হয়েছে। এই প্রকল্পের ফর্ম এর শিবির ছাড়া অন্য কোন স্থান থেকে বিলি করা বা সংগ্রহ করা যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুয়ারে সরকার প্রকল্পের কাজ সরকারি অফিস থেকে করতে হবে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সরকারি আধিকারিকদের কাজ করতে হবে। আর এবার দুয়ারে সরকার প্রকল্প থেকেই লক্ষীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ করা হবে। করোনা সংক্রমণকালে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে জেলাশাসকের। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে উপযুক্তভাবে ভিড় নিয়ন্ত্রণ যাতে করা হয়, তার নির্দেশ দেয়া হয়েছে।

এর সঙ্গেই দুয়ারে প্রকল্পের সরকার প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কেউ যেন টাকা না নেন, সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। কোনোভাবেই যেন কেউ এই প্রকল্পে অর্থ লাভ করতে না পারেন, সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবার পূর্বে এই প্রকল্প যখন করা হয়েছিল, সেখানে বেশ কিছু স্থানীয় নেতাকে গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এবার এ ব্যাপারে কঠোর নির্দেশ রয়েছে। সরকারের প্রকল্পকে কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!