এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্রেফ তৃণমূল করার জন্যই বঞ্চিত করা হচ্ছে ১০০ দিনের কাজ থেকে, বিস্ফোরক অভিযোগ বিজেপির বিরুদ্ধে

স্রেফ তৃণমূল করার জন্যই বঞ্চিত করা হচ্ছে ১০০ দিনের কাজ থেকে, বিস্ফোরক অভিযোগ বিজেপির বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের বিরুদ্ধে বারবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে যে, তৃণমূল করলে তবেই মেলে সুবিধা। ১০০ দিনের কাজ সহ নানা ক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকদের সুবিধা করে দেয় রাজ্যের শাসক দল। সরকারি পরিষেবার ক্ষেত্রেও এমন অভিযোগ বার বার করেছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। তবে এবার বিজেপির বিরুদ্ধেই পক্ষপাতিত্বের বিস্ফোরক অভিযোগ এনেছে তৃণমূল।

মালদহ জেলার গাজোলের চাকনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিরুদ্ধে ১০০ দিনের কাজে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তৃণমূল। চাকনগর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত একটি গ্রাম পঞ্চায়েত। তৃণমূলের অভিযোগ, শুধুমাত্র তৃণমূল করার কারণেই এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কর্মী সমর্থকদের ১০০ দিনের কাজে যোগ দিতে দেয়া হচ্ছে না। নিজের কর্মীদের সঙ্গে পক্ষপাতিত্ব করছে বিজেপি। বেশ কিছুদিন ধরেই এই বিষয় নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে একটা চাপানউতোর চলছিল। গতকাল যা তীব্র আকার ধারণ করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল এই ইস্যু নিয়ে গাজোলে তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ শেষ পর্যন্ত বাঁশ, লাঠি নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরের উপরে চড়াও হন। এতে দু’পক্ষের তিনজন আহত হন। এরপর আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে এই তিনজনের আঘাত যথেষ্ট গুরুতর। তাঁরা এখনও মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তবে, তৃণমূলের দিক থেকে আসা পক্ষপাতিত্বের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।

বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল কর্মীরাই তাদের উপরে বাঁশ ও লাঠি নিয়ে চড়াও হয়। তবে তৃণমূলের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রাম পঞ্চায়েতে পক্ষপাতিত্ব করে আসছে বিজেপি। তৃণমূল কর্মীদের বারবার বঞ্চিত করা হচ্ছে। এই বিষয় নিয়ে প্রতিবাদ জানাবার কারণেই তাদের ওপর চড়াও হয় বিজেপি। তৃণমূল ও বিজেপি দুই দলই পুলিশের দ্বারস্থ হয়েছে। গাজোল থানায় অভিযোগ দায়ের করেছে দুই দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!