এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শতরূপ ঘোষের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়

শতরূপ ঘোষের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়

গতকাল নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের প্রচারের জন্য গারুলিয়ার লেনিননগরে এক জনসভায় অংশ নিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ অভিযোগ আনলেন, পশ্চিমবঙ্গে বিজেপি বলে কিছু নেই, যেটা আছে সেটা আসলে তৃণমূলের ‘বি’ টিম। এরপরেই তিনি তীব্র আক্রমন করেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের মহিলা কমিশনের মাথায় বসেছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই সময়ে নারী নির্যাতন এবং ধর্ষণের মতো বহু ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এরপর সারদা চিটফান্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন লকেট চট্টোপাধ্যায়। সিবিআই থেকে বাঁচতে তিনি বিজেপিতে গিয়েছেন।

শতরূপ ঘোষের এহেন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া দিয়ে পাল্টা কটাক্ষ হানেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, সিপিএম বর্তমানে জীবাশ্ম হয়ে গিয়েছে, অন্য দলের নেতাদের নাম করে শিরোনামে আসতে চায়। শতরূপ ঘোষ সেটাই করেছেন। শতরূপ ঘোষের মতো নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়া মানে নিজেকে এবং নিজের দলকে ছোট করা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!