এখন পড়ছেন
হোম > অন্যান্য > Breaking News, করোনার বাড়বাড়ন্তের পেক্ষাপটে ভ্যাকসিন নিয়ে বিশেষ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

Breaking News, করোনার বাড়বাড়ন্তের পেক্ষাপটে ভ্যাকসিন নিয়ে বিশেষ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে তীব্রভাবে বাড়ছে করোনার সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আঘাত হানছে দেশজুড়ে। মহারাষ্ট্রের অবস্থা ফের ভয়াবহ, এ ছাড়াও বেশকিছু রাজ্যে শুরু হয়েছে সংক্রমণ। পশ্চিমবঙ্গতেও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এই পদ্ধতিতে করোনার সংক্রমণ রোধে বিশেষ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে ৪৫ বছর বা তার উর্ধের সমস্ত ব্যক্তিকে দেয়া হবে করোনার ভ্যাকসিন।

আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানালেন যে, আগামী পয়লা এপ্রিল থেকে ৪৫ বছর বা তার বেশি বয়সের সমস্ত মানুষকে দেয়া হবে করোনার ভ্যাকসিন। তিনি জানান দেশে ভ্যাকসিন এর কোন অভাব নেই। পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন কেন্দ্রের হাতে রয়েছে। তিনি সকলের কাছে অনুরোধ করছেন, যোগ্য ব্যক্তিদের অবিলম্বে টিকা নেওয়ার জন্য নিজেদের নাম রেজিস্টার করাতে ও অবশ্যই করোনার টিকা গ্রহণ করতে। তিনি জানান, দেশের ৪ কোটি ৮৫ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনো পর্যন্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত স্বাস্থ্যকর্মী, কোভিড ওয়ারিয়র, ৬০ বছর বয়সের ঊর্ধ্বে, ৪৫ বছরের ওপরে যাদের কোমরবিডিটি রয়েছে, তাদেরকেই করোনার টিকা দেওয়া হতো। কিন্তু এবার থেকে ৪৫ বছর বা তার উর্ধে সকলকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের অনুমান অনুযায়ী, দেশের প্রায় ২৭ কোটি মানুষের মধ্যে রয়েছে কোমরবিডিটি জনিত সমস্যা। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ক্যান্সার, এইডস ও প্রতিবন্ধী ব্যক্তিরা এর মধ্যে আছেন।

সম্প্রতি, করোনার সংক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে আবার লকডাউনের আশঙ্কা করছেন অনেকে । এই আবহে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, আবার যদি দেশে লকডাউন জারি করা হয়, তবে লকডাউনের ধাক্কা সামলাতে পারবে না দেশের অর্থনীতি। অর্থনৈতিক বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে, তাই এ বিষয়ে অধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার, এ কারণেই এমন বিশেষ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে, অনেকে মনে করছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!