এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নিজেদের আইনি সেল ঢেলে সাজালো তৃণমূল কংগ্রেস, জল্পনা রাজনৈতিক মহলে

নিজেদের আইনি সেল ঢেলে সাজালো তৃণমূল কংগ্রেস, জল্পনা রাজনৈতিক মহলে

রাজ্য রাজনীতিতে হঠাৎ করে বিরোধীরা ঘর তুলতে শুরু করেছে। একদিকে মুকুল রায় শাসকদলের নেতা-মন্ত্রীদের নিশানা করে একের পর এক অভিযোগ আনছেন তো অন্যদিকে কংগ্রেসের অধীর চৌধুরী বা বামফ্রন্টের সুজন চক্রবর্তীরা ডেঙ্গু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদ জানাচ্ছে। এই পরিস্থিতিতে ঢেলে সাজানো হল তৃণমূল কংগ্রেসের আইনি সেল, যা নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে। কেননা এই কমিটি থেকে বাদ পড়েছেন অনেক পুরোনো অনেকেই, এমনকি বাদ পড়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, যদিও শাসকদলের সূত্রে জানা গেছে, বয়সজনিত কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে।
দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের আইনি সেলের রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করা হয়েছে। সেলের জেলা আহ্বায়কদের পরে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে। রাজ্য কমিটির মুখ্য উপদেষ্টা নির্বাচিত হয়েছেন অশোক দেব, চেয়ারম্যান হয়েছেন পিন্টু দেবরায়। এছাড়াও ১৩ জনের কমিটিতে রয়েছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়, অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়, অরিজিত গঙ্গোপাধ্যায়, সঞ্জীব দান, শেখ মহম্মদ গালিব, অরুণ সরকার, ঝুমা চট্টরাজ এবং দেবব্রত চট্টোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!