এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুর্গাপুজোর হুল্লোড়ে ক্রমশ লাগামছাড়া হচ্ছে সংক্ৰমণ? বাংলার সর্বশেষ তথ্যে চোখ কপালে উঠছে!

দুর্গাপুজোর হুল্লোড়ে ক্রমশ লাগামছাড়া হচ্ছে সংক্ৰমণ? বাংলার সর্বশেষ তথ্যে চোখ কপালে উঠছে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট যত দিন যাচ্ছে রাজ্যে করোনা পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের। ভ্যাকসিনের দেখা নেই। কিন্তু করোনা তার থাবা বসিয়ে চলেছে সর্বত্র। বিশেষত উৎসবের মরশুমে সংক্রমণ যে লাগামছাড়া হবে সেই আশঙ্কা আগেই করেছিলেন চিকিৎসকরা। এবং সেই আশঙ্কার কথা বারবার জানানো হয়েছিল সাধারণ মানুষকে।

উৎসবের মরসুমে মানুষের এতোটুকু অসাবধানতা যে বিরাট সংখ্যক মানুষকে সংক্রমনের মধ্যে ঠেলে দিতে পারে সেই কথা জানানো হয়েছিল সরকারি তরফে। এমনকি কেন্দ্র সরকারের তরফ থেকেও সেই বিষয়ে সতর্ক করা হয়েছিল রাজ্যকে। এই কারণেই সম্ভবত পুজোর আগে মণ্ডপগুলিকে কন্টেন্মেন্ট জোন করে দেওয়া হয় বলেও মনে করা হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, এত কিছু করেও কি শেষ রক্ষা করা সম্ভব হয়েছে?

গত এক সপ্তাহের করোনা গ্রাফ দেখলে বোঝা যাচ্ছে ষষ্ঠী অব্দি সংক্রমণের হার কিন্তু কোনভাবেই কমেনি। চতুর্থ থেকে বাড়তে থাকা এই সংক্রমণের হার সপ্তমীতে কিছুটা কমার দিকে হলে, সাময়িক স্বস্তি পেয়েছিলেন রাজ্যবাসী। তবে আশঙ্কার মেঘ যে কাটেনি সে কথা জানিয়ে দিলো অষ্টমীর করোনা পরিসংখ্যান। কারণ একদিনে করোনার গ্রাফ কিছুটা কমে আবারো বাড়ার দিকেই গেল। আর করোনা সংক্রমণ নিয়ে সেই কথাই জানান দিল স্বাস্থ্য দপ্তর।

শুক্রবার সন্ধেতে প্রকাশিত স্বাস্থ্য দপ্তের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৪৮ জন মানুষ। শুক্রবার যেখানে এই সংখ্যাটা ছিল ৪ হাজার ১৪৩ জন। এদিন সেটা বেড়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার ৫৭৪ জনে। যার মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কলকাতার পরেই জায়গা করে নিয়েছে উত্তর ২৪ পরগনা। জানা গেছে, সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯৬ জন মানুষ। সপ্তমীর তুলনায় সবদিকে এই পরিসংখ্যান খানিকটা বেশিই। সেই সঙ্গে আগেই জানা গিয়েছিল উত্তরে সর্বাধিক আক্রান্ত হয়েছে দার্জিলিং। সেখানে একদিনে ১৭৫ জন করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।

বস্তুত, করোনা সংক্রমনের কারণ হিসেবে দার্জিলিংয়ে পর্যটকদের ঠাসা ভিড়কেই দায়ী করেছেন সকলে। অন্যদিকে, উল্লেখযোগ্যভাবে সংক্রমণ বেড়েছে নদিয়াতেও। দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সেখানে ২৪৪ জনের শরীরে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। সেই সঙ্গে হাওড়াতে ২২৪জন মানুষের করোনা সংক্রমণ এবং দক্ষিণ ২৪ পরগণাতেও ২২৯ জনের করোনা সংক্রমণ চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।

তবে ষষ্ঠী থেকে মৃত্যুর সংখ্যা খানিকটা কমেছে বলেই জানা গেছে। আগে যেখানে করোনায় মৃতের সংখ্যা ছিল ৬৪ জন, এদিন সেই সংখ্যা একটু কমে দাঁড়িয়েছে ৫৯ জনে। অন্যদিকে কলকাতায় ২৪ ঘণ্টায় ১৯জন করোনার বলি হয়েছেন বলে জানা গেছে। ফলে শনিবার করোনায় রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪২৭ জন হয়েছে বলে জানা গেছে।

তবে এরই সঙ্গে রাজ্যে করোনা জয় করে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৭৫৩ জন। ফলে বর্তমানে বাংলায় মোট করোনাজয়ীর সংখ্যা ৩ লক্ষ ২ হাজার ৩৪০ জন হয়েছে। সেই সঙ্গে রাজ্যে করোনা সংক্রমণ কমাতে বারবারই মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানা গেছে। শুধু তাই নয়, পুজো মণ্ডপে মাস্ক পরে যাওয়া থেকে শুরু করে হাত স্যানিটাইজ করা সবই করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব বিধি মেনে মেনে চলা যে প্রয়োজন, সেই কথাও জানানো হয়েছে বারবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!