এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল মুখপত্রে লেখার শাস্তি পেতে চলেছেন প্রয়াত সিপিএম নেতার কন্যা, জল্পনা তুঙ্গে

তৃণমূল মুখপত্রে লেখার শাস্তি পেতে চলেছেন প্রয়াত সিপিএম নেতার কন্যা, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি রাজ্য রাজনীতিতে একটি বিতর্ক ব্যাপকভাবে মাথা চাড়া দিয়েছিলো। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মোদি বিরোধিতার ক্ষেত্রে সমস্ত বিরোধী শক্তিকে একজোট করতে দিল্লি হাজির হয়েছিলেন, সে সময় তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় এমন একজনের লেখা প্রকাশ পেয়েছিল, যিনি রাজনৈতিক জগতে পরিচিত একজন বামমনোভাবাপন্ন ব্যক্তিত্ব বলে। পাশাপাশি তাঁর আরেকটি পরিচয় হল তিনি প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অধ্যাপক ডঃ অজন্তা বিশ্বাস।

এহেন অজন্তা বিশ্বাসের লেখা যখন তৃণমূলের মুখপত্রে বের হয়ে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় রাজনৈতিক মহলে। বাম শিবিরের অন্দরেও এই নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। যদিও প্রকাশ্যে বাম নেতারা কোন কথা এ প্রসঙ্গে বলেননি। কিন্তু এবার শোনা যাচ্ছে, অজন্তা বিশ্বাসের বিরুদ্ধে এবার সিপিএম এর পক্ষ থেকে বড়োসড়ো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কার্যত জানা গিয়েছে, সিপিএম নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তার বিশ্বাসকে দল থেকে সাসপেন্ড করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে তৃণমূলের মুখপত্রের নিবন্ধ লেখাই অজন্তা বিশ্বাসের শাস্তির কারণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মঙ্গলবার সিপিএম সূত্রে আরও জানা গিয়েছে, আগামী শনিবার কলকাতা জেলা কমিটির বৈঠক হতে চলেছে। এবং সেই বৈঠকেই আলোচনা হবে অজন্তা বিশ্বাসের সাসপেনশন অর্ডার নিয়ে। পাশাপাশি অজন্তা বিশ্বাসকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করা হবে নাকি বরাবরের জন্য সাসপেন্ড করা হবে তা নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে ওই বৈঠকে। তবে নীতিগতভাবে সিপিএম যে অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তা এক প্রকার নিশ্চিত বলে খবর।

খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিজেপির বিরোধিতার সূত্রে সমস্ত দলকে এক ছাতার তলায় আনতে চাইছেন, সেখানে শুধুমাত্র তৃণমূল মুখপত্রে লেখার জন্য একজন নেত্রীকে এভাবে সাসপেনশনের মুখে পড়া কার্যত বিরোধী ঐক্যকে বড়সড় ধাক্কা দিলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এই ঘটনার ফলে আগামী দিনে অজন্তা বিশ্বাসকে ঘিরে কোন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করা হয় কিনা, সেটাই এখন দেখার। তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে অজন্তা বিশ্বাসের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!