এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “শুধু ত্যাগ স্বীকার করে সেবা করে চলেছেন মমতা” -মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী

“শুধু ত্যাগ স্বীকার করে সেবা করে চলেছেন মমতা” -মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভূয়শী প্রশংসা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রী পদে বিরোধীরা মুখ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তৃণমূলের একটাই মুখ তা হল মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানালেন যে, নারীদের উন্নয়নের উদ্দেশ্যে অনেক কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, কৃষিতে রাজ্যের স্বনির্ভরতা আনা প্রয়োজন।

মুখ্যমন্ত্রীর প্রতি প্রশংসা করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানালেন যে, শুধু ত্যাগ স্বীকার করে সেবা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রী জানালেন যে, গ্রামে ৩৪ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পঞ্চায়েতে ৩৫ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। ১০০ দিনের কাজের ১ কোটি ৭৫ লক্ষ মানুষের কর্মসংস্থান সম্ভব হয়েছে বলে জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একাধিকবার আসছেন এই রাজ্যে। কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প মুখের সন্ধান দিতে পারেনি বিজেপি। এদিকে তাই বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে তৃণমূল। গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ইমেজকে কাজে লাগিয়ে বিরাট জয় পেয়েছিলো তৃণমূল। এবার, একই পদ্ধতিতে বিরোধীদের পরাস্ত করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের।

এই আবহে আজ নতুন স্লোগান বাধঁতে দেখা যাচ্ছে তৃণমূলকে। যা হলো, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। কলকাতার বিভিন্ন স্থানে বসানো হয়েছে এই শ্লোগান লেখা ব্যানার। এর সাথেই বহিরাগত, অবাঙালির দল বলে বারবার কটাক্ষ করা হচ্ছে বিজেপিকে। তবে, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জয় লাভ করলে,কোন ভিন রাজ্যের নেতা নয়, বাংলার কোন ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রীর পদে বসানো হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!