এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ হেভিওয়েট তৃণমূল নেতার, সরগরম রাজ্য রাজনীতি

Breaking News, বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ হেভিওয়েট তৃণমূল নেতার, সরগরম রাজ্য রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বারবার ভাঙ্গনের ছবি দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ সহ দলের একাধিক হেভিওয়েট নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী দিনে তৃণমূলের আরও বেশকিছু হেভিওয়েট নেতা যোগদান করবেন বিজেপিতে। যাদের মধ্যে অন্যতম হলেন সদ্য তৃণমূলত্যাগী, রাজ্যসভার প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। এই আবহে আজ সকলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করলেন দাপুটে তৃণমূল নেতা দেবাশিষ জানা। তাঁদের এই সাক্ষাৎকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বারবার ভাঙ্গন দেখা দিচ্ছে শাসকদল তৃণমূলে। যদিও তৃণমূলের দাবি, এতে দলের কোন ক্ষতি হচ্ছে না, বরং দল থেকে বেনোজল বেরিয়ে যাওয়ার ফলে লাভবান হচ্ছে দল। যারা দল থেকে চলে গিয়েছেন, তাঁদের আর দলে ফেরানো হবে না বলে জানিয়েও দিয়েছে তৃণমূল। এই আবহে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন বিধান নগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর দেবাশিষ জানা। দুই হেভিওয়েট নেতার এই সাক্ষাৎ বাড়াচ্ছে তীব্র জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, এ প্রসঙ্গে তৃণমূল নেতা দেবাশিষ জানা জানিয়েছেন যে, তাঁরা দুজনেই প্রাতঃভ্রমণে ইকোপার্কে এসেছিলেন। সে সময় তাঁদের দেখা হয়েছে। তাঁরা দুজনেই সৌজন্য বিনিময় করেছেন। এর মধ্যে কোন রাজনীতির বিষয় জড়িত নেই। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, তাঁদের এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ।

তবে, ইকোপার্কের প্রাতঃভ্রমণে বিজেপির রাজ্য সভাপতি ও দাপুটে তৃনমূল নেতার এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রসঙ্গত, আগামী দিনে তৃণমূলের আরও বেশকিছু হেভিওয়েট যোগদান করবেন বিজেপিতে, এমন দাবি বিজেপির পক্ষ থেকে বার বার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, মে মাসের পর তৃণমূল দলটাই উঠে যাবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!