এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের পরে বিজেপির ঘোড়া কেনাবেচা নিয়ে মমতার বার্তা, দলীয় কর্মীদের কি নির্দেশ দিলেন তিনি?

ভোটের পরে বিজেপির ঘোড়া কেনাবেচা নিয়ে মমতার বার্তা, দলীয় কর্মীদের কি নির্দেশ দিলেন তিনি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পোহালেই শুরু হতে চলেছে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে শুধু বাংলা নয়,সারা দেশের নজর নন্দীগ্রামের ওপর। কারণ নন্দীগ্রাম থেকেই এবার প্রথম যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন, ঠিক তেমনি তাঁর বিরুদ্ধে প্রথমবার বিজেপির প্রার্থী হিসেবে সামনে এসেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের প্রচার পর্ব গতকালই শেষ হয়েছে। তাই আজকে নন্দীগ্রামে বসে না থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে পৌঁছে গেছেন জমি আন্দোলনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হুগলীর সিঙুরে। এই সিঙুর থেকেই তৃণমূল নেত্রীর উত্থান শুরু হয়েছিল।

আর নির্বাচনের মুখে আজকের সভা করলেন তৃণমূল নেত্রী সিঙ্গুরে। সেই সভা থেকেই দলীয় কর্মী সমর্থকদের তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন তাঁর আশঙ্কার কথা। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তৃণমূল যদি 225 থেকে 230 টি আসনে না জেতে, তাহলে বিজেপি বরাবরের মতন টাকার ব্যবহার শুরু করবে এ রাজ্যে। বিগতকালে যা অন্যান্য রাজ্যে দেখা গিয়েছে আগেই। এই রাজ্যে এবারের নির্বাচনের শুরু থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করে আসছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও সেই অভিযোগের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি সিঙ্গুরের সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, লক্ষ লক্ষ টাকা নিয়ে বিজেপির নেতারা এরাজ্যে এসেছেন। ভোটের পরেই শুরু হবে কোটি কোটি টাকার লেনদেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে আবেদন রেখেছেন, স্বচ্ছতার সাথে যেন ভোট হয় রাজ্যে। পাশাপাশি তৃণমূল নেত্রী এদিন তীব্র কটাক্ষ করেছেন বিজেপিকে অন্য দলের নেতা ভাঙ্গিয়ে প্রার্থী করার জন্য। প্রসঙ্গত, এবারের নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় উঠে এসেছে তৃণমূল ছেড়ে আসা নেতা-নেত্রীদের নাম।

তাই নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের অন্দরেও শুরু হয়েছে আদি বনাম নব্যের লড়াই। মুখ্যমন্ত্রী এদিন তীব্র কটাক্ষের মাধ্যমে বিজেপিকে তুলোধোনা করেছেন। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তাঁর সুর উচ্চস্বরে বেঁধেছেন। আপাতত নজর এবারের ভোটের এপিসেন্টার নন্দীগ্রামের দিকে। যদিও রাজ্যে কালকের পর আরও ছয় দফা নির্বাচন বাকি থাকবে। আগামী 2 রা মে নির্বাচনী লড়াইয়ের ফলাফল ঘোষণা হবে। তার আগেই উত্তেজনা ক্রমশ বাড়ছে রাজ্যজুড়ে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!