এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নির্বাচন কাছে আসতেই আবারও একঝাঁক সরকারী অফিসারদের রদবদল নবান্নের নির্দেশে

নির্বাচন কাছে আসতেই আবারও একঝাঁক সরকারী অফিসারদের রদবদল নবান্নের নির্দেশে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন বাংলার দরজায় কড়া নাড়ছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছে। রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রাজ্যে চলছে ব্যাপক আকারে প্রশাসনিক রদবদল। ইতিমধ্যেই রাজ্য প্রশাসন এবং সরকারি আধিকারিকদের বদল হতে দেখা গিয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের 3 আধিকারিককেও সম্প্রতি বদলি হতে দেখা গিয়েছে।

আর এবার ভোটের মুখে 47 জন ডব্লিউবিসিএস অফিসারকে নবান্নর নির্দেশে বদলি করা হলো। জানা গিয়েছে, 24 জন বিডিও এবং 23 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট এই রদবদলের আওতায় এসেছেন। সূত্রের খবর, বদলি হওয়া আমলাদের তালিকায় রয়েছেন নন্দীগ্রাম 1 ও 2 ব্লক, খেজুরি 2 ব্লক, গড়বেতা 1, চন্দ্রকোণা 2, হুগলির খানাকুল 1, ব্যারাকপুর 1 ইত্যাদি জায়গা থেকে বিডিওদের সরিয়ে দেওয়া হচ্ছে। তবে মনে করা হচ্ছে, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে আবারও একপ্রস্থ রদবদল হতে পারে নির্বাচন কমিশনের নির্দেশে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগে রাজ্য প্রশাসনেও এক ঝাঁক পরিবর্তন হয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনারকেও বদল করা হয়েছে। তবে আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে শুরু করে দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রীতিমতো উত্তেজনার পারদ চড়ছে প্রতিদিন। আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে ধাপে ধাপে 125 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ঢুকে পড়বে বলে জানা যাচ্ছে।

বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীদের যে মোতায়েন করা হবে তা অনুমেয়। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর টিকাকরণ সম্পূর্ণ করা হবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্য প্রশাসনের দিকে যাতে কোনরকম স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না ওঠে, সে কারণেই এই ব্যাপক প্রশাসনিক রদবদল। তবে এই রদবদল নির্বাচন কমিশনকে সন্তুষ্ট করতে পারে কিনা, তা বোঝা যাবে আর কিছুদিনের মধ্যেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!