এখন পড়ছেন
হোম > অন্যান্য > ধোনির পারফরম্যান্স ভালো করতে কি পরামর্শ দিচ্ছেন মিয়াঁদাদ? জানুন বিস্তারিত

ধোনির পারফরম্যান্স ভালো করতে কি পরামর্শ দিচ্ছেন মিয়াঁদাদ? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ধোনি যে ভালো খেলছে না এবং সিএসকে দলে যে রায়নাকে আবারও ফিরিয়ে আনতে হবে, সেই দাবিতে মুখর হতে দেখা গিয়েছিল সিএসকে অনুরাগীদের। তবে সেই আশায় জল ঢেলে টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছিল রায়নাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে এবারের খেলায় ধোনির খেলা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন অনুরাগীরা।

তবে এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন জাভেদ মিয়াঁদাদ। একটু ফিরে দেখলে দেখা যাবে, এ বারের আইপিএলের নয়টি ম্যাচে ধোনি ১৩৬ রান করেছেন। যার গড় ২৭.২০ এবং স্ট্রাইক রেট ১৩২.০৩। একটাও হাফ সেঞ্চুরি করেননি। সর্বোচ্চ অপরাজিত ৪৭। সেই সঙ্গে, হিসেব করে দেখতে গেলে, গত বছর ইংল্যান্ডে একদিনের বিশ্বকাপের সেমিফাইনালের পর এক বছরেরও বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন ধোনি।

মিয়াঁদাদ সেই প্রসঙ্গই টেনে নিজের মতামত ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন বড় বিরতির পর ধোনি আইপিএলে খেলতে এসেছেন। সেইসঙ্গে, আইপিএলের আগে কোনও ম্যাচ খেলেননি। আর এটাই সমস্যার কারণ। বস্তুত, তাঁর মতে ম্যাচ ফিট হওয়া খুব সহজ নয়। বিশেষ করে এত লম্বা সময় খেলার বাইরে থাকার পর সেটা বেশ কঠিন বলেই মনে করছেন তিনি।

[content_block id=39107

এরপর নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তিনি মস্তিষ্ক দিয়ে ক্রিকেট খেলতেন। তাই এই প্রক্রিয়ায় বয়স যাই হোক না কেন, খেলা যায়। হয়তো আগের মতো ক্রিকেটার থাকা না গেলেও দলের পক্ষে কার্যকরী হয়ে ওঠা যায়। তবে এক্ষেত্রে ধোনির ব্যর্থতা কাটিয়ে উঠতে কিছু পরামর্শ দিতে দেখা গেছে তাঁকে।

তাঁর কথায়, ধোনি নেটে এক্সারসাইজ স্কিল ও ব্যাটিংয়ের সময় বাড়িয়ে দিক। যদি ২০টা সিট-আপ করে, তা হলে সেটা ৩০-এ নিয়ে যেতে পারে। যদি পাঁচটা স্প্রিন্ট করে, তবে সেটাকে বাড়িয়ে আটে নিয়ে যেতে পারে। নেটে যদি এক ঘন্টা ব্যাট করে তবে সেটাকে দু’ঘন্টায় বাড়িয়ে দিতে পারে। তবে একসঙ্গেই এটা করতে হবে, এমন নয়। সকাল, দুপুর, সন্ধেয় ভেঙে ভেঙেও এটা করা যেতে পারে বলেই জানিয়েছেন মিয়াঁদাদ।

তবে এবারের খেলায় তাঁর খারাপ পারফরম্যান্স নিয়ে মিয়াঁদাদ বলেন, এ বারের আইপিএলে ধোনির ব্যাটিং দেখে তাঁর মনে হয়েছে, ধোনির টাইমিং ও রিফ্লেক্সে সমস্যা হচ্ছে। যখনই কোনও ক্রিকেটার পুরোপুরি ম্যাচ ফিট থাকে না, তখনই টাইমিং ও রিফ্লেক্স মন্থর হয়ে পড়ে বলেই জানান তিনি। তাই তাঁর মতে, যেহেতু যতদিন খেলার মধ্যে থাকতে হয়, ততদিনই নিজেকে নিয়মিত মূল্যায়ন করতে হয়, তাই ধোনিরও নিজেকে যাচাই করা উচিত বলেই মনে করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!