এখন পড়ছেন
হোম > জাতীয় > সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেত্রীকে কি উত্তর-পূর্বে কাজে লাগাবে তৃণমূল, জমে উঠেছে জল্পনা

সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেত্রীকে কি উত্তর-পূর্বে কাজে লাগাবে তৃণমূল, জমে উঠেছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জাতীয় রাজনীতিতে কংগ্রেস শিবিরে বড় ধাক্কা দিয়ে শিলচরের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেত্রী দল ছেড়েছেন। অন্যদিকে সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে দল ছাড়ার পর সুস্মিতা দেব কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, এই লড়াকু নেত্রী তৃণমূলে যোগ দেওয়ার ফলে আসাম এবং ত্রিপুরাতে তৃণমূল যে চেষ্টা করছে সাংগঠনিক জোর বাড়ানোর, তা কার্যত বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। আজকে দিল্লিতে ডেরেক ও ব্রায়ানের সঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব।

অন্যদিকে সুস্মিতা দেব আসাম এবং ত্রিপুরায় তৃণমূলের বিস্তারে কতটা সাহায্য করবেন, তা নিয়ে প্রশ্ন ওঠায় দিল্লির সাংবাদিক বৈঠকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুস্মিতা দেব স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি সংগঠনের লোক। সংগঠনের কাজের মাধ্যমে তাঁর রাজনীতিতে হাতেখড়ি হয়েছে। তৃণমূলকে আরো শক্তিশালী করতে তাঁকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব তিনি পালন করবেন। তবে মনে করা হচ্ছে প্রয়াতঃ কেন্দ্রীয় নেতা সন্তোষ মোহন দেব শিলচরের অবিসংবাদি নেতা ছিলেন। তাঁর রাজনীতিতে একটা সময় বড় অংশজুড়ে ছিল ত্রিপুরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবে উত্তর-পূর্বের দুই রাজ্য যথা ত্রিপুরা এবং আসাম বাংলার নেতা-নেত্রীদের থেকে অনেক বেশি চেনেন সুস্মিতা দেব। পাশাপাশি একটা সময় সন্তোষ মোহন দেব যেহেতু ত্রিপুরার সাংসদ ছিলেন, তাই সেখানকার মানুষের একটা সেন্টিমেন্ট কাজ করবে প্রাক্তন কংগ্রেস সাংসদের জন্য। এই অবস্থায় সুস্মিতা দেব যদি ত্রিপুরার সংগঠন তৈরিতে নামেন, তাহলে তা যথেষ্ট কাজে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, ত্রিপুরা এবং আসাম নিয়ে তৃণমূলের পরিকল্পনা আগামী সেপ্টেম্বর মাসে জানা যাবে।

পাশাপাশি সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেও কংগ্রেসের প্রতি তাঁর বিন্দুমাত্র ক্ষোভ অভিমান কিছুই নেই বলে জানিয়েছেন। উল্লেখ্য, সুস্মিতা দেবের সঙ্গে কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সম্পর্ক অত্যন্ত ভালো বলে জানা যায় রাজনৈতিক জগতে। হঠাৎ করে সুস্মিতা দেব কেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তা নিয়ে অবশ্য বিশেষ কিছু জানা যায়নি। তবে সুস্মিতা দেব তৃণমূলে আসার পর এবার উত্তর-পূর্বের দুই রাজ্যের জন্য আলাদা করে যে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ঘুঁটি সাজাবেন, সে কথা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!