এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার সামনে আসছে ভ্যাকসিনের সাথে সাথে টেস্ট কীটের অভাব, কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে থাকছে প্রশ্ন

এবার সামনে আসছে ভ্যাকসিনের সাথে সাথে টেস্ট কীটের অভাব, কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে থাকছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার করোনার দ্বিতীয় ঢেউ এসে লেগেছে রাজ্যে। প্রায় প্রতিদিন রেকর্ড হারে বেড়ে চলেছে সংক্রামিত ও মৃত্যুর সংখ্যা। অন্যদিকে আবার রাজ্য জুড়ে চলছে বিধানসভা নির্বাচন। 8 দফা নির্বাচনের বাকি আর মাত্র একটি দফা। কিন্তু সমস্যা যেটা হয়েছে তা হলো এই ভোটগ্রহণের পর্বে বুধবার থেকে আগামী দুদিন 36 টি ভ্যাকসিন সেন্টার বন্ধ হতে চলেছে উত্তর কলকাতায়।

একইভাবে কলকাতা পৌরসভার পক্ষ থেকে প্রায় সমসংখ্যক করোনার টেস্টিং সেন্টার বন্ধ থাকছে। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত রায় চৌধুরী জানিয়েছেন, হয় ভোটগ্রহণ কেন্দ্র, না হলে পোলিং সেন্টারের 100 মিটারের মধ্যে এই সেন্টারগুলি থাকায় বন্ধ রাখতে বাধ্য হতে হয়েছে।

অন্যদিকে সূত্রের খবর টেস্ট কিট এর অভাব সামনে আসছে। ফলস্বরুপ করোনা টেস্টে পড়েছে ঘাটতি যা ক্রমাগত উদ্বেগ বাড়িয়ে চলেছে শহরবাসীর। বিশেষজ্ঞদের মতে, এতগুলি টিকাদান কেন্দ্র একসাথে বন্ধ থাকায় আগামী দুদিন করোনা মোকাবিলায় কলকাতা বড় ধাক্কা খাবে।

পাশাপাশি চিকিৎসকদের দাবি, টেস্টিং সেন্টার বন্ধ থাকার দরুণ শহরের উত্তরে অনেকটাই ক্ষতি হবে। গত 26 এপ্রিল দক্ষিণ কলকাতার চারটি কেন্দ্রে ভোটের জন্য ভ্যাকসিন সেন্টার এবং করোনা টেস্ট সেন্টার বন্ধ রাখা হয়েছিল। আবার হরিদেবপুরের ধারাপাড়া পুরসভার হেলথ সেন্টারের দুই চিকিৎসক এদিন করোনা আক্রান্ত হয়েছেন।

খুব স্বাভাবিকভাবেই সেন্টারটি বন্ধ করতে বাধ্য হয়েছে পুরসভা। ভোটগ্রহণ কেন্দ্র হবার দরুণ ধর্মতলা পৌরসভার প্রধান দপ্তরের বড় টিকাদান কেন্দ্রটি আজ থেকে বন্ধ থাকবে বলে জানা গেছে। খুব স্বাভাবিকভাবেই এই কেন্দ্রে এতদিন ধরে যেসব পুর কর্মচারী এবং সরকারি কর্মীদের টিকাদান হচ্ছিল তা আগামী দুদিন হবেনা। একই সাথে পোলিং সেন্টার হয়েছে বাগবাজারে।

তাই সেখানে সেন্ট্রাল স্টোর থেকে ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকবে আগামী দুদিন। যদিও স্বাস্থ্য আধিকারিকরা আশ্বাস দিয়েছেন, আগে থেকেই ভ্যাকসিন অন্যত্র ফ্রিজারে সংরক্ষণ করা হবে। শহরের যে সেন্টারগুলিতে ভ্যাকসিন দেওয়া চালু থাকবে, সেখানে যাতে নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়া যায় ভ্যাকসিন সেদিকে নজর রাখা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ভ্যাকসিন এর পাশাপাশি দেখা যাচ্ছে টেস্ট কিটের আকাল। গত কয়েক দিন যাবত দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকাতে করোনা ভ্যাকসিনের আকাল দেখা গিয়েছে। আর এবার করোনার টেস্ট পরীক্ষার কীটের অভাব সামনে আসছে। তাই মঙ্গলবার ক্যানিং, মগরাহাট, পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে 25 জনের বেশি রোগীকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতাতেও প্রায় একই অবস্থা। বাঘাযতীনের একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে নাম লেখালেও তিন দিনের আগে টেস্ট সম্ভব নয়। আরটি পিসিআর টেস্ট কিট কম রয়েছে তার জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিভিন্ন ব্লক হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে টেস্ট করা হলেও তার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রতিটি ব্লক হাসপাতাল থেকে গড়ে 30 থেকে 40 টার বেশি টেস্ট করা সম্ভব হচ্ছেনা। রাজ্যজুড়ে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে মানুষ চূড়ান্ত আতঙ্কিত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

অন্যদিকে দেখা যাচ্ছে, সামান্য উপসর্গ দেখা দিলেও মানুষ বিন্দুমাত্র দেরি করতে রাজি নয়। তাঁরা সরাসরি টেস্ট সেন্টারে গিয়ে হাজির হচ্ছে। কিন্তু টেস্ট কিটের অভাব যেভাবে জোরালো হচ্ছে, তাতে করোনা পরীক্ষায় গতি আসছেনা। ফলস্বরূপ সংক্রামিতের সংখ্যায় এবার বড়োসড়ো ফারাক দেখা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!