এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সর্বনাশ! মমতা সরকার সঠিক তথ্য না পাঠানোয় নভেম্বরে রাজ্যের রেশন বন্ধ করে দিতে চলেছে কেন্দ্র?

সর্বনাশ! মমতা সরকার সঠিক তথ্য না পাঠানোয় নভেম্বরে রাজ্যের রেশন বন্ধ করে দিতে চলেছে কেন্দ্র?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে লকডাউন চলেছে বহুদিন। সেই সঙ্গে কাজ হারিয়েছেন বহুমানুষ। তাই মানুষের অন্ন সংস্থান করতেই হিমশিম অবস্থা হয়েছিল। তাই লকডাউন চলাকালীন সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্র-রাজ্য রেশন ব্যবস্থা নিয়ে অনেক ঘোষণা করেছিলেন।

সেক্ষেত্রে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী বছর পর্যন্ত সকল মানুষকে বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছিল, তেমনি প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনাতে আগামী নভেম্বর মাস পর্যন্ত কেন্দ্র-রাজ্যকে বিনামূল্যে রেশন দেবে একথাও জানানো হয়েছিল। বস্তুত সাধারণ মানুষের করোনা পরিস্থিতিতে খাদ্যাভাব কিছুটা কমানোর জন্যই এমন প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে জানানো হয় কেন্দ্র রাজ্য সরকারের তরফে।

তবে সম্প্রতি নভেম্বর মাসের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার রেশন রাজ্যকে পাঠানো হবে না বলেই জানানো হয়েছে। জানা গেছে এই বিষয়ে রাজ্যকে চিঠি দিয়ে কেন্দ্র জানিয়ে দিয়েছে, আগামী নভেম্বর মাসের জন্য রেশন রাজ্য পাচ্ছে না। আর তার কারণ হিসেবে বলা হয়েছে অন্ন বিতরণ বিষয়ক যে পোর্টাল রয়েছে তাতে রাজ্য কোন তথ্য দেয়নি। তাই নভেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রীর গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ থাকলেও এই মাসে তা পশ্চিমবঙ্গকে দেওয়া হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ পর্যন্ত অন্ন বিতরণ পোর্টালে রাজ্যের তরফে সমস্ত তথ্য দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু একমাস হয়ে যাওয়ার পরেও সেই তথ্য আপলোড না করাতে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। যদিও কেন্দ্রকে নিয়ে আগেও অনেক অভিযোগ সামনে এসেছিল। সেক্ষেত্রে নিম্নমানের সামগ্রী পাঠানোর জন্য কেন্দ্রকে কটাক্ষ দেখা গিয়েছিল রাজ্যকে।

বলা হয়েছিল পোকা ধরা ছোলা, নিম্নমানের এবং সহজেই ভেঙে গুঁড়িয়ে যাওয়া ছোলার মত এমন খাদ্যসামগ্রী এবং নিম্নমানের কালো আকারে ছোট গম পাঠানোর জন্য কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য সরকার। এবার কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে আগামী মাসে রাজ্যের রেশন ব্যবস্থা যে কিছুটা হলেও ধাক্কা খেতে চলেছে, সে কথাই মনে করছেন অনেকে।

বস্তুত কেন্দ্রের সঙ্গে রাজ্য সংঘাত নতুন কিছু নয়। বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চাপানোর রয়েছে বরাবরই। সেক্ষেত্রে তৃণমূলের পক্ষে আম্পানের সময় কেন্দ্রের টাকা নিয়ে রাজনীতি করা থেকে শুরু করে করোনার সময় রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ সমস্তই উঠে এসেছিল খবরে। তবে এবার কেন্দ্রের এহেন তোপ কি করে সামলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!