এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একুশে জুলাইয়ের আগেই বড় ভাঙ্গন বিজেপিতে, তৃণমূলের মাস্টারস্ট্রোকে কুপোকাত পদ্ম শিবির!

একুশে জুলাইয়ের আগেই বড় ভাঙ্গন বিজেপিতে, তৃণমূলের মাস্টারস্ট্রোকে কুপোকাত পদ্ম শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বাংলা দখল করার পর তৃণমূলের টার্গেট যে সর্বভারতীয় রাজনীতিতে বিস্তার লাভ করা, তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূলের বাৎসরিক বড় কর্মসূচি একুশে জুলাইকে হাতিয়ার করে বিভিন্ন রাজ্যে জায়ান্ট স্ক্রিনের মধ্যে দিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্য প্রচার করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে শাসকদল। সেদিক থেকে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলো এই একুশে জুলাইয়ের প্রচার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তবে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা নিয়ে বর্তমানে ব্যাপক চিন্তিত ভারতীয় জনতা পার্টি। একসময় তৃণমূল কংগ্রেসকে আঞ্চলিক দল বলে কটাক্ষ করা বিজেপি এখন সেই রাজ্যে তৃণমূলের পক্ষ থেকে যাতে নিজেদের বিধায়ক থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিদের রক্ষা করা যায়, সেই নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে রয়েছে। কেননা মুকুল রায়ের মতো হেভিওয়েট নেতা গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর ত্রিপুরাতে সুদীপ রায় বর্মন সহ একাধিক বিজেপি বিধায়ক দল পরিবর্তন করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। আর তার মাঝেই সেই ত্রিপুরার একটি পঞ্চায়েত থেকে ব্যাপক বিজেপি কর্মীর তৃণমূল কংগ্রেসে যোগদান গেরুয়া শিবিরের চাপ বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, শনিবার ত্রিপুরার যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের চারুবাসা গ্রাম পঞ্চায়েত থেকে ব্যাপক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যেখানে প্রায় 21 জন বিজেপি কর্মীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন প্রদেশ তৃণমূলের সম্পাদক রত্নেশ্বর দেবনাথ। আর একুশে জুলাইয়ের আগে ত্রিপুরাতে তৃণমূলে এই ধরনের যোগদান এবং বিজেপি কর্মীদের দলত্যাগ করা ঘাসফুল শিবিরকে যে বাড়তি মাইলেজ পালিয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না। অনেকে বলছেন, আগামী দিনে বড় কোনো খেলা অপেক্ষা করছে। তার আগে নীচুতলায় বিজেপি নেতা কর্মীদের মধ্যে ভাঙ্গন ধরতে শুরু করেছে। খুব দ্রুত ত্রিপুরাতে বিজেপির ওপরতলাতেও ভাঙ্গন ধরতে পারে। স্বাভাবিকভাবেই গোটা বিষয় নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে পদ্ম শিবিরের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল কংগ্রেস অনুভব করেছে, 2024 সালে যদি নির্ণায়ক শক্তি হতে হয়, তাহলে এখন থেকেই প্রতিটি রাজ্যে বিস্তারলাভ করতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই একুশে জুলাইকে সামনে রেখে বিভিন্ন রাজ্যে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং প্রচার জোরকদমে তুলতে শুরু করেছে ঘাসফুল শিবির। তবে ত্রিপুরাতে নীচুতলায় যেভাবে বিজেপির ভাঙ্গন শুরু হয়েছে, তাতে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকেই এই ভাঙ্গন আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

একুশে জুলাইয়ের আগে তৃণমূল কংগ্রেসে ব্যাপক বিজেপি নেতা কর্মীদের যোগদান আগামী দিনে বিজেপির উপরতলার অনেক নেতা কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদানের পথ প্রশস্ত করল বলেই মনে করা হচ্ছে। সেদিক থেকে সুদীপ রায় বর্মনের মত একাধিক বিজেপি বিধায়ক কি দলবদল করতে পারেন? 21 জন বিজেপি কর্মীর তৃণমূল কংগ্রেসে যোগদানের পর এখন এই প্রশ্নই ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!