এখন পড়ছেন
হোম > রাজ্য > ৩২ হাজার চাকরি হারাদের ভবিষ্যৎ কি! শুক্রেই রায়দান আদালতের!

৩২ হাজার চাকরি হারাদের ভবিষ্যৎ কি! শুক্রেই রায়দান আদালতের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি আদালতের নির্দেশে প্রায় প্রাথমিকে চাকরি করা ৩২ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। আর এই নির্দেশকে কেন্দ্র করে রীতিমতো ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। চাকরিহারা ব্যক্তিরা দাবি করছেন, তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার শুনানি হওয়ার পর রায়দান নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়ে দিল আদালত।

সূত্রের খবর, প্রাথমিকে 32 হাজার চাকরি হারা ব্যক্তিদের শুনানি হয় সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। যেখানে বুধ এবং বৃহস্পতিবার এই শুনানি শোনা হয়। তবে শুনানি শেষ হয়ে গেলেও রায়দান প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার বেলা একটা নাগাদ এই মামলার রায়দান করবে আদালত। স্বভাবতই এত বড় মাত্রায় চাকরি চলে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা শুক্রবারেই স্পষ্ট হয়ে যাবে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!