এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এগরার ঘটনা নিয়ে মমতার বিড়ম্বনা বাড়ালেন অর্জুন, অস্বস্তিতে ঘাসফুল!

এগরার ঘটনা নিয়ে মমতার বিড়ম্বনা বাড়ালেন অর্জুন, অস্বস্তিতে ঘাসফুল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কেন পুলিশের চোখের নাগালের মধ্যে এত বড় বেআইনি কাজ হওয়া সত্বেও তারা তা আটকাতে পারল না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। আর এই পরিস্থিতিতে এবার নিজের দলেরই নেত্রী তথা পুলিশ মন্ত্রীর অস্বস্তি বাড়িয়ে দিলেন সাংসদ অর্জুন সিংহ। যেখানে এই তৃণমূল নেতা জানালেন, যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কথা যদি ঠিকমতো শোনা হত, তাহলে এই ধরনের ঘটনা ঘটত না। তবে ঘুরিয়ে হলেও যে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিয়েই বড় প্রশ্ন তুলে দিলেন শাসকদলের এই হেভিওয়েট নেতা, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অর্জুন সিংহকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল সাংসদ বলেন, “পুলিশকে আরও মানবিক হতে হবে। যদি মাননীয়া মুখ্যমন্ত্রীর সব কথা পুলিশ মেনে চলত, তাহলে এই ধরনের ঘটনা ঘটত না।” আর এখানেই বিরোধীদের প্রশ্ন, তাহলে কি ঘুরিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীকেই কটাক্ষ করলেন তার দলেরই নেতা এবং সাংসদ অর্জুন সিংহ! মাননীয়া মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কথা পুলিশরা শুনছে না মানে তো তারা মুখ্যমন্ত্রীকে অস্বীকার করছেন! তাহলে কি মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করতে পারছেন না, সেই বিষয়টিই বোঝাতে চাইলেন অর্জুনবাবু! ফলে গোটা ঘটনায় বাড়তি হাতিয়ার পেয়ে গিয়েছে বিরোধীরা।

বিশেষজ্ঞদের মতে, এমনিতেই বিরোধীদের প্রতিবাদ আন্দোলনে এগরার ঘটনা নিয়ে যথেষ্ট চাপে তৃণমূল সরকার । পরিস্থিতি মোকাবিলা করতে সব রকম চেষ্টা করছে রাজ্য। কিন্তু তারপরেও অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগ থেকে শুরু করে একাধিক ঘটনায় শাসকদলের অস্বস্তি বাড়ছে। আর এই পরিস্থিতিতে অর্জুন সিংহ যেভাবে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন, তাতে স্বয়ং পুলিশ মন্ত্রী এবং রাজ্য সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!