এখন পড়ছেন
হোম > জাতীয় > জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য করে ফের বিজেপির অস্বস্তি বাড়ালেন চিদাম্বরম

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য করে ফের বিজেপির অস্বস্তি বাড়ালেন চিদাম্বরম


সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভাবে বেশ দিন যাবত পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির ফলে নাজেহাল দেশের সাধারণ মানুষের জীবন। জানা যাচ্ছে জ্বালানি তেল শীঘ্রই  জিএসটি-র আওতায় নিয়ে আসার দাবি উঠেছে। বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবে আপত্তি করার কারণেই এখনও অবধি জিএসটি লাগু হয়নি বলে জানা যাচ্ছে। এদিন দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত দিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। পেট্রো পণ্যে কেন্দ্র সরকারের প্রস্তাবিত জিএসটি লাগু করার প্রসঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী বললেন,   “জিএসটি-র আওতায় নিয়ে আসা হলেই কমে যাবে পেট্রল-ডিজেলের দাম। কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, দেশের অধিকাংশ রাজ্যেই তারা সরকার চালাচ্ছে। তাহলে রাজ্য সরকারগুলিকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে?”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য জ্বালানি তেলের দামের একটা বড় অংশ রাজ্য সরকার রাজস্ব বাবদ ধার্য করে তাই যদি তেলের ওপরে জিএসটি জারী হয় তাহলে তেলের মূল্য অনেকটাই হ্রাস পাবে । যার ফলে রাজ্য সরকারের আদায়ীকৃত রাজস্বের পরিমাণ ও উল্লেখ যোগ্য ভাবেই হ্রাস পাবে। এমনটাই দাবি করছে কেন্দ্র সরকার। এদিন গেরুয়া শিবিরের এই ভিত্তিহীন তত্ত্ব  কার্যত নাকচ করে দিয়ে প্রাজ্ঞ এই কংগ্রেস নেতা বললেন, “জিএসটি-র আওতায় নিয়ে আসা হলেই কমে যাবে পেট্রল-ডিজেলের দাম। কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, দেশের অধিকাংশ রাজ্যেই তারা সরকার চালাচ্ছে। তাহলে রাজ্য সরকারগুলিকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে?” একই সাথে দেশের অর্থনীতি এবং সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিজেপি সরকারকে আক্রমন করে তিনি বললেন, “মুদ্রাস্ফীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা পরিকল্পনার বাইরে ছিল। গত কয়েক দিনে অর্থনীতির যে বেহাল দশা হয়েছে এর জন্য কোনও প্রমাণ দেওয়ার দরকার নেই।” এছাড়াও সুদের হার বৃদ্ধি যে দেশের সাধারণ মানুষের ওপরে প্রবল চাপের সৃষ্টি করেছে প্রাক্তন অর্থমন্ত্রী এদিন এমন কথাও দাবি করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!