পঞ্চায়েত যুদ্ধে শাসকদলকে টেক্কা দিতে বিজেপির বিশেষ পরিকল্পনা বিশেষ খবর রাজ্য December 15, 2017 পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এখন থেকেই আসরে নেমে পড়ল বিজেপি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদলকে দুর্নীতির প্রশ্নে বিঁধতে চলেছে তারা বলে সূত্রের খবর আর তাই বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েত ভোটে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের টিকিট দেওয়া হবে। প্রার্থীপদে স্বচ্ছতা আনতে বিভিন্ন এলাকার স্কুলশিক্ষক, সাহিত্যিক, কবি, নাট্যব্যক্তিত্ব বা কোনও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের টিকিট হবে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। বিজেপি সূত্রে আরো জানা যাচ্ছে, সব আসনে প্রার্থী দেওয়ার জন্য জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি মনে করছেন, এলাকার স্বচ্ছ ভাবমূর্তির কোনও ব্যক্তিকে, বিশেষ করে অরাজনৈতিক মুখকে টিকিট দেওয়া হলে দুর্নীতির প্রশ্নে শাসকদলকে ভালো লড়াই দেওয়া যাবে। আর এই ‘ফর্মুলা’ মাথায় রেখে তিনি জেলা সভাপতিদের সম্ভাব্য প্রার্থীতালিকা তৈরির কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, দলের তরফে সিদ্ধান্ত হয়েছে এলাকার স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের প্রার্থী করা হবে। আমি উত্তরবঙ্গে জেলাগুলির দায়িত্বে আছি, সব বুথেই প্রার্থী তালিকা তৈরির কাজ শেষ। আপনার মতামত জানান -