সবং উপনির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর পুলিশে বড়সড় রদবদল বিশেষ খবর রাজ্য December 15, 2017 যত এগিয়ে আসছে সবং উপনির্বাচন রাজ্য-রাজনীতিতে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। যে সবং একসময় মানস ভূঁইয়ার গড় হিসাবে খ্যাত ছিল, সেখানে দাঁড়িয়ে মানসবাবু নিজে মেনে নিচ্ছেন এই উপনির্বাচনে তাঁর স্ত্রী ও শাসকদলের প্রার্থী গীতারানি ভূঁইয়াকে এবার কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়ে যাবে। বামফ্রন্ট-কংগ্রেস-বিজেপি, তিন প্রধান বিরোধী দলই জোরদার প্রচার চালাচ্ছে এবং শাসক প্রার্থীকে হারিয়ে সবংয়ে অঘটন ঘটাতে মরিয়া। এর মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে বড়সড় রদবদল হয়ে গেল সেখানে। আর জানিয়ে বিরোধীদলগুলো তো বটেই গুঞ্জন শুরু হয়েছে খোদ পুলিশ দপ্তরের মধ্যেই। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে হঠাৎ করে বদলি হয়েছেন খড়্গপুরের এসডিপিও সন্তোষ মন্ডল এবং ডেবরার সি আই ননী গোপাল দত্ত। এমনকি ওসি (ইলেকশন) শ্যামল মন্ডলকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, সবং বিধানসভা এই দুই পুলিশ কর্তার কর্মস্থানের আওতায় পরে। আর এই খবর সামনে আসতেই তুমুল ক্ষোভ সৃষ্টি হয়েছে বিরোধীদের মধ্যে। আপনার মতামত জানান -