এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯-এ বাংলায় জোট নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা তৃণমূল-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

২০১৯-এ বাংলায় জোট নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা তৃণমূল-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সাম্প্রতিক কালে দেশের ১০টি বিধানসভা ও চারটি লোকসভা উপনির্বাচনের ফলাফলে গেরুয়া শিবির কার্যত  ধরাশায়ী। নাগাল্যনাডের বিধানসভা নির্বাচনে মোট ১১ টি আসনের মধ্যে বিজেপি জয়লাভ করেছে মাত্র ১ টি আসনে। বিজেপির এই শোচনীয় অবস্থা দেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করলেন তাঁর ভাবনাই সঠিক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দেশের যে প্রান্তে যে রাজনৈতিক দল শক্তিশালী সেখানে সেই দলের একা নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করা উচিত। সেই নীতিতে তাঁর দল পশ্চিমবঙ্গে একক দল হিসেবেই নির্বাচনী লড়াই করবে। উত্তরবঙ্গের এক সাংবাদিক বৈঠকে তিনি এদিন বললেন,  ”অঙ্কটা কিন্তু খুব পরিষ্কার। যাঁরা যেখানে শক্তিশালী সে সেখানে লড়ুক। আমি আগেও বলেছি। ঐক্যবদ্ধ বাংলায় আমি একা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। কারণ এখানে আমি তিনটে পার্টির থেকেও বেশি ভোট পাই মানুষের আশীর্বাদে। মানুষ জানে এখানে কাকে আনা যায়, কাকে আনা যায় না।” রাজনৈতিক মহলের মতে  মুখ্যমন্ত্রীর এই কথা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস দলের সাথে কোনো রকম জোট বাঁধবে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!