এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ঘরছাড়াদের ঘরে ফেরাতে গিয়ে এবার তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি সাংসদ, তীব্র চাঞ্চল্য এলাকায়

ঘরছাড়াদের ঘরে ফেরাতে গিয়ে এবার তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি সাংসদ, তীব্র চাঞ্চল্য এলাকায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রথম থেকেই সরব রাজ্য গেরুয়া শিবির। দফায় দফায় রাজ্য বিজেপি নেতাদের সাথে কেন্দ্রীয় নেতারাও এই নিয়ে অভিযোগ করেছেন। এমনকি রাজনৈতিক হিংসা নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কড়া ভাষায় অভিযোগ করেছেন  রাজ্যপাল জগদীপ ধনকরও। তবে গেরুয়া শিবিরের নেতাদের অভিযোগ যে মিথ্যা নয়, তা এবার সামনে এলো জলপাইগুড়ির ঘটনা প্রসঙ্গে। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে জলপাইগুড়ি বিধানসভার বেশ কয়েকজন বিজেপি কর্মী দীর্ঘদিন ঘরছাড়া। আর তাঁদেরকে ফেরানোর ব্যবস্থা করতেই এবার তৃণমূল কর্মীদের আক্রমণের মুখে পড়লেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ।

সূত্রের খবর জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের ভান্ডারীগছ এলাকার 13 জন বিজেপি কর্মী দীর্ঘদিন যাবৎ ঘরছাড়া রাজনৈতিক হিংসার কারণে। অবশেষে তাঁদের ফেরানোর ব্যবস্থা করেছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ তথা চিকিৎসক জয়ন্ত কুমার রায়। সেই ব্যবস্থা করার জন্য তৃণমূল কর্মীদের আক্রমণের মুখে পড়লেন তিনি। জানা গিয়েছে, বিজেপি সাংসদ এবং অন্যান্য বিজেপি কর্মীদের রীতিমতো বাঁশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জানিয়েছেন, ঘরছাড়া বিজেপি কর্মীদের ফেরাতে গিয়েই তৃণমূল কর্মীদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়। আর এই নিয়ে টুইটারে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনিও জানিয়েছেন রাজগঞ্জের ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় এবং চারজন বিজেপি কর্মী। এদের প্রত্যেকেই প্রত্যেককেই আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, তিনি ঘরছাড়া বিজেপি কর্মীদের পুলিশের সঙ্গে কথা বলে শুক্রবার বিকেলে বাড়িতে ফেরানোর জন্য তাঁদেরকে সাথে করে নিয়ে যান এলাকায়। সেই সময় তাঁদের ওপর তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয়। জয়ন্ত কুমার রায় আরও জানিয়েছেন, বিজেপি এক কর্মীকে তৃণমূল দুষ্কৃতীরা বেধড়ক মারধর করছে দেখে তিনি এগিয়ে যান থামাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সে সময় তাঁর ওপরেও ঝাঁপিয়ে পড়ে তৃণমূল দুষ্কৃতীরা। এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলে জানিয়েছেন, পুরো ঘটনাটি প্রশাসনের চোখের সামনে ঘটে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অন্যদিকে চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুজন বিজেপি কর্মীর অবস্থা অত্যন্ত গুরুতর। অন্যদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই এলাকার তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, সাংসদ জয়ন্ত কুমার রায় যে ঘটনার কথা বলছেন তা সম্পূর্ণরূপে সাজানো ঘটনা।

প্রসঙ্গত, একদিকে যখন বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর দাবী জানাচ্ছে তৃণমূল শিবির, সেখানে এই ঘটনা তাঁদের সদিচ্ছার ওপরে প্রশ্ন তুলছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপির চাপানউতোর শুরু হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক হিংসা চলছে বিজেপি কর্মীদের ওপর, গেরুয়া শিবিরের এই অভিযোগ যথেষ্ট মান্যতা পেল সাংসদ জয়ন্ত কুমার রায়ের অভিযোগে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে, সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!