এখন পড়ছেন
হোম > জাতীয় > তীব্র সঙ্ঘ ও বিজেপি বিরোধী বলে পরিচিত প্রাক্তন সংসদ স্বামী অগ্নিবেশ প্রয়াত! শোকের ছায়া

তীব্র সঙ্ঘ ও বিজেপি বিরোধী বলে পরিচিত প্রাক্তন সংসদ স্বামী অগ্নিবেশ প্রয়াত! শোকের ছায়া


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ স্বামী অগ্নিবেশ। আন্না হাজারের সঙ্গে একসময় আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। স্বামী অগ্নিবেশ সমাজের বিভিন্ন কু প্রথার বিরুদ্ধে সব সময় সরব হয়েছেন। পাশাপাশি তিনি সব সময় জোর দিয়েছেন মানব ধর্মের ওপর। তার নিজস্ব একটি দল ছিল, যার নাম আর্য সমাজ। তবে প্রাক্তন সাংসদ স্বামী অগ্নিবেশ পরিচিত ছিলেন বিজেপি সরকারের প্রবল সমালোচক বলে। এহেন স্বামী অগ্নিবেশ লিভার সিরোসিসের কারণে শুক্রবার নয়া দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। নয়াদিল্লির ইনস্টিটিউট অফ লিভার এন্ড বাইলিয়ারি সায়ানসেস এর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয় 11 সেপ্টেম্বর স্বামি অগ্নিবেশের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তিনি আর সাড়া দেননি। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামি অগ্নিবেশ হরিয়ানার প্রাক্তন সাংসদ ছিলেন। অন্ধ্রপ্রদেশের একটি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্ম নেন। এরপর 1977 সালে হরিয়ানার শিক্ষা মন্ত্রী হন। প্রসঙ্গত 2018 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির শেষ যাত্রায় গিয়ে তিনি একটি অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গাড়ি থেকে নামার সাথে সাথেই তার ওপর চড়াও হয় হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন সদস্য। সে সময় নিন্দার ঝড় উঠেছিল সারা দেশজুড়ে। স্বামি অগ্নিবেশের প্রয়াণে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্বামী অগ্নিবেশকে বির্তকিত চরিত্রে পরিণত করেছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তাঁদের বরাবরই অভিযোগ, স্বামী অগ্নিবেশ খ্রিস্টান মিশনারীদের থেকে টাকা নিয়ে হিন্দুদের ধর্মান্তকরণ করেন। যদিও এর কোন প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি।

তাঁর মৃত্যুতে জাতীয় শিবিরের বহু নেতা, সমাজকর্মী শোক প্রকাশ করেছেন ইতিমধ্যে। বরাবরই স্বামী অগ্নিবেশ বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা চালাতেন এবং সৎ ভাবে বিশ্বাস করতেন। এহেন মানুষের মৃত্যুতে খুব স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞদের মতে, স্বামী অগ্নিবেশের মৃত্যু ভারতবর্ষের বুকে একটা ফাঁকা যায়গা সৃষ্টি করলো। যে চিন্তাভাবনা নিয়ে তিনি এতদিন চলেছেন, তার অভাব বোঝা যাবে প্রতিপদে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!