এখন পড়ছেন
হোম > জাতীয় > কি হতে চলেছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে? কি বলছে এবিপি নিউজের সমীক্ষা?

কি হতে চলেছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে? কি বলছে এবিপি নিউজের সমীক্ষা?


আর কয়েক মাসের মধ্যেই দেশজুড়ে হতে চলেছে লোকসভা নির্বাচন। ক্ষমতায় ফের ফিরবেন নরেন্দ্র মোদী, নাকি রাহুল গান্ধীকে দেখে যাবে প্রধানমন্ত্রীর চেয়ারে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারেল ফ্রন্ট দেখাবে কামাল – এই নিয়ে জল্পনার অন্ত নেই। আর এই লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির অগ্নিপরীক্ষা মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন।

বিজেপি শাসিত এই তিন রাজ্যে কার্যত অ্যাসিড টেস্ট নরেন্দ্র মোদী-অমিত শাহের জুটি। আর সেই বিধানসভা নির্বাচনের আগে সামনে এল এবিপি নিউজ ও সি-ভোটারের ওপিনিয়ন পোল। আসুন দেখে নেওয়া যাক কি উঠে আসছে সেই সমীক্ষায় –

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

১. মধ্যপ্রদেশ –
মোট আসন – ২৩০
কংগ্রেস – ১১৭
বিজেপি – ১০৬

বিধানসভায় কংগ্রেসের প্রাপ্ত ভোট – ৪২%
বিধানসভায় বিজেপি প্রাপ্ত ভোট – ৪০%

লোকসভায় কংগ্রেসের প্রাপ্ত ভোট – ৩৯%
লোকসভায় বিজেপি প্রাপ্ত ভোট – ৪৬%

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিকে পছন্দ – ৫৪%
প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীকে পছন্দ – ২৫%

২. রাজস্থান –
মোট আসন – ২০০
কংগ্রেস – ১৩০
বিজেপি – ৫৭

বিধানসভায় কংগ্রেসের প্রাপ্ত ভোট – ৫১%
বিধানসভায় বিজেপি প্রাপ্ত ভোট – ৩৭%

লোকসভায় কংগ্রেসের প্রাপ্ত ভোট – ৪৩%
লোকসভায় বিজেপি প্রাপ্ত ভোট – ৪৭%

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিকে পছন্দ – ৫৫%
প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীকে পছন্দ – ২২%

৩. ছত্তিশগড় –
মোট আসন – ৯০
কংগ্রেস – ৫৪
বিজেপি – ৩৩

বিধানসভায় কংগ্রেসের প্রাপ্ত ভোট – ৪০%
বিধানসভায় বিজেপি প্রাপ্ত ভোট – ৩৯%

লোকসভায় কংগ্রেসের প্রাপ্ত ভোট – ৩৬%
লোকসভায় বিজেপি প্রাপ্ত ভোট – ৪৬%

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিকে পছন্দ – ৫৬%
প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীকে পছন্দ – ২১%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!