এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গোমূত্র-গোচনার কথা, হনুমানজি কথা নয়, বিবেকানন্দ-শ্যামাপ্রসাদের কথা বলে সমর্থন চাওয়ার পক্ষপাতী বিজেপি নেতা

গোমূত্র-গোচনার কথা, হনুমানজি কথা নয়, বিবেকানন্দ-শ্যামাপ্রসাদের কথা বলে সমর্থন চাওয়ার পক্ষপাতী বিজেপি নেতা


এবার সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করে রীতিমতো বিতর্ক তৈরি করে দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। যেখানে নিজের মন্তব্যে বাঙালি হিন্দুদের বিলুপ্তির সময় চলে এসেছে বলে জানিয়ে দেন তিনি। কিন্তু হঠাৎ কেন এই ধরনের মন্তব্য করলেন ত্রিপুরার রাজ্যপাল? সূত্রের খবর, রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন তথাগত রায়।

যেখানে তিনি লেখেন, “আমি খুব বিশ্বস্ত সূত্রে খবর পাচ্ছি যুব সম্প্রদায়ের একটা বড় অংশই ইসলামী মৌলবাদের দিকে ঝুঁকছে। সেইজন্য পশ্চিমবঙ্গে ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য মোল্লা-তোল্লা তো আছেই। ফলে বাঙালি বিপন্ন। বিপন্ন হিন্দু। পশ্চিমবঙ্গে একের পর এক অস্ত্র কারখানা উদ্ধার হচ্ছে। যা হিন্দু সমূহ বিপদেরই ইঙ্গিত দেয়। শুধু একটা আশার আলো, পশ্চিমবঙ্গে কিছু হিন্দু যুবকের চৈতন্য উদয় হয়েছে। কিন্তু সেখানে তাদের নেতৃত্ব দেওয়ার মত কেউ নেই।” এদিকে বাংলায় কিভাবে সমর্থন চাওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তথাগত রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “বাংলায় বিবেকানন্দ- শ্যামাপ্রসাদের কথা বলে সমর্থন চাওয়ার পরিবর্তে গোমূত্র-গোচনার কথা, হনুমানজির কথা বলে সমর্থন দেয়া হচ্ছে।” আর তথাগত রায়ের এই মন্তব্য নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বর্তমান সময়ে বিজেপির বিভিন্ন নেতা-নেত্রী এই গোমূত্র থেকে শুরু করে হনুমানজির সাধনায় ব্যস্ত। ফলে তথাগত রায় কি এই মন্তব্য করে বিজেপির পশ্চিমবঙ্গের বর্তমান নেতৃত্বদের কাঠগড়ায় দাঁড় করালেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে শোরগোল।

সেদিক থেকে তিনি বিবেকানন্দ এবং শ্যামাপ্রসাদের ভাবধারায় মানুষকে কেন উদ্বুদ্ধ করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলে বর্তমান নেতৃত্বকে কাঠগড়ায় তুলে দিলেন বলে মনে করছে একাংশ। তবে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা নিয়ে তথাগত রায় এই বিষয়ে মুখ খুলে বাঙালি হিন্দুদের বিলুপ্তির সময়ের কথা বলে তৃণমূলকে যে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছেন, তাতে নিশ্চিত রাজনৈতিক মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!