এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পাহাড়ে বন্ধ প্রত্যাহার, অন্য কারণ দেখছেন সুকান্ত! জেনে নিন!

পাহাড়ে বন্ধ প্রত্যাহার, অন্য কারণ দেখছেন সুকান্ত! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে পাহাড়। ফের বনধের ডাক দেওয়া হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পর সেই বন্ধের রাস্তা থেকে সরে এসেছে আন্দোলনকারীরা। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেখুন, আমরা বনধের রাজনীতিতে বিশ্বাস করি না। বন্ধ কোনো সমস্যার সমাধান নয় বলেই মনে করি। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পর হয়তো বিনয় তামাংরা সেই রাস্তা থেকে সরে এসেছেন। কেননা মুখ্যমন্ত্রী হয়তো বলেছিলেন যে, বন্ধ করলে জেলে ঢুকিয়ে দেবেন। আর সেই কারণেই হয়তো সেই রাস্তা থেকে সরে এসেছেন।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত পাহাড়ে বনধের রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা চাপের মুখে ফেলে দিলেন সুকান্ত মজুমদার বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!