সংকটে পাশে দাঁড়ান মমতা, তাই ভোট তৃণমূলকে – প্রচারে ইসকন থেকে আজমীর শরিফ কলকাতা রাজ্য March 30, 2019 রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে বেশি করে ভক্তিভাব সঞ্চার করে আসন্ন লোকসভা নির্বাচনে সেই হিন্দু ভোটকে নিজেদের বাগে আনতে যখন জোর প্রচার চালাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, ঠিক তখনই এবার রাজ্যের ঐতিহ্যমন্ডিত ইসকন মন্দিরের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানানোর ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর গুঞ্জন। সূত্রের খবর, সম্প্রতি ইসকনের পক্ষ থেকে এক ভিডিও বার্তা করে তাদের ভক্তদের কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, “সংগঠনের সংকটের সময় যিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিন।” জানা গেছে, 2 মিনিট 13 সেকেন্ডের ভিডিওতে ইসকনের বিভিন্ন মন্দিরের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সদর্থক ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, গত 2018 সালের 12 ই ফেব্রুয়ারি নদীয়ায় গিয়ে মায়াপুরের ইসকন মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ইসকনের নানা মন্দির দর্শন করেন তিনি। আর এরপরই টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “এক অপুর্ব অভিজ্ঞতা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ইসকনের উন্নতিসাধনে কর্তৃপক্ষ আমার কাছে সাহায্য চেয়েছে। আমি তাদের সাহায্য করলে খুশি হব।” আর এরপরই ইসকনের মন্দির নির্মাণের সমস্ত জটিলতাকে কাটিয়ে উঠে সেখানে নতুন করে নির্মাণ শুরু হয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। আর সেই কথাই তুলে ধরে আসন্ন লোকসভা নির্বাচনের আগে সমস্ত ইসকন ভক্তদের কাছে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেওয়ার আবেদন জানাল ইসকন কর্তৃপক্ষ। তবে শুধু ইসকন মন্দিরের তরফেই নয়, ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান রাজস্থানের আজমির শরিফের খাজা মইনুদ্দিন চিস্তির দরগা ট্রাস্টের তরফেও আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের হিন্দু ভোটকে নিজেদের বাগে আনতে আসন্ন লোকসভা নির্বাচনে টার্গেট নিয়েছে বিজেপি। আর তাই সেখানে বিজেপির এই চেষ্টাকে ব্যর্থ করতে কৃষ্ণ ধর্মাবলম্বী ইসকন মন্দিরের তরফ এক ভিডিও বার্তায় আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। আপনার মতামত জানান -