এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > রাহুলের মুখে বাংলার হিংসার কথা, “নৈতিক জয়” বলে আখ্যা দিলেন সুকান্ত!

রাহুলের মুখে বাংলার হিংসার কথা, “নৈতিক জয়” বলে আখ্যা দিলেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সোচ্চার হতে দেখা গিয়েছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে। তবে এবার মেঘালয়ের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বাংলার হিংসার কথা তুলে ধরেছেন রাহুল গান্ধী। স্বভাবতই সেই বিষয়টি তুলে ধরে বিজেপির নৈতিক জয় বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, এদিন রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “দেখুন, আমরা বারবার বাংলায় পরবর্তী হিংসার কথা বলেছি। তবে এবার রাহুল গান্ধী সেই কথা বললেন। যেটাকে আমরা বিজেপির নৈতিক জয় বলেই মনে করছি। এই ভোট পরবর্তী হিংসা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই এটা যাতে বাংলা থেকে অন্য কোনো রাজ্যে ছড়িয়ে না পড়ে, আমরা তার জন্যই বারবার করে এই কথা বলেছি।”

অর্থাৎ বিরোধী দল হলেও রাহুল গান্ধীর মুখে বাংলায় হিংসার প্রসঙ্গ উত্থাপন নিয়ে রীতিমতো বাড়তি মাইলেজ পেলো বঙ্গ বিজেপি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!