শাহজাহানের কল লিস্ট প্রকাশ্যে, প্রবল গাড্ডায় পড়তে চলেছে তৃণমূল? সোচ্চার বিজেপি! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য March 8, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত 5 জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত করতে গিয়ে যে হেনস্থার শিকার হয়েছিলেন সন্দেশখালিতে, তারপর থেকে উধাও হয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান। কিন্তু এখন তিনি সিবিআইয়ের হেফাজতে রয়েছেন। আর তারপর থেকেই সিবিআই যে টাইটটা দিতে শুরু করেছে, তাতে যত সময় যাচ্ছে, ততই একের পর এক নিত্য নতুন তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি বড় পদক্ষেপ নিয়েছে। তারা যে দিন ঘটনা ঘটেছিল, যেদিন কেন্দ্রীয় সংস্থার ওপর হামলা হয়েছিল, সেদিন শাহজাহান কাকে কাকে ফোন করেছিলেন এবং কার কার সঙ্গে তার কথা হয়েছিল, তার একটি তথ্য তারা খুঁজে পেয়েছে। আর তার ভিত্তিতেই মনে করা হচ্ছে যে, এবার প্রবল গাড্ডায় পড়তে চলেছে এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা। কিন্তু কেন এমন কথা বলা হচ্ছে? তাহলে কি শাহজাহানের ফোন থেকে খুব বড় কোনো তথ্য উদ্ধার হতে চলেছে! ফেঁসে যেতে চলেছেন তৃণমূলের রাঘব বোয়ালরা? সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা গত 5 জানুয়ারি শাহজাহানের কল ডিটেলস উদ্ধার করেছেন। আর সেখানেই সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েতের একাধিক নেতা এবং সদস্যের সঙ্গে তার কথা হয়েছে বলে খবর। একাংশ বলছেন, যে সমস্ত নেতা নেত্রীর সঙ্গে ঘটনা ঘটার পরে শাহজাহানের কথা হয়েছে, এবার তাদেরকেও তদন্তের অধীনে নিয়ে আসতে পারে কেন্দ্রীয় সংস্থা। তবে সবটাই তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু যে খবর এখনও পর্যন্ত সামনে আসছে, তা কিন্তু অত্যন্ত মারাত্মক। গোটা ঘটনায় খুব ভালো মতই নাম জড়াতে শুরু করেছে এই রাজ্যের শাসক দলের। প্রথম থেকে বিরোধীরা যে কথা বলতে শুরু করেছিল যে, শাহজাহান তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেই ঘটনা ঘটার পরে পালিয়ে গিয়েছিল। আর সেটাই কি অবশেষে সত্যি হতে চলেছে? কল ডিটেলসের খবর নিয়ে যে তথ্য ফাঁস হয়েছে, তারপর তেমনটাই প্রশ্ন করছেন একাংশ। পর্যবেক্ষকদের মতে, শাহজাহান কাদের আশ্রয়ে এত বড় নেতা হয়েছে, তা সকলেরই জানা। মাথার ওপরে যদি যুবরাজ না থাকত, তাহলে শাহজাহানের এত দাপট থাকত না। আর তার সব দাপাদাপি বন্ধ হয়ে গিয়েছে, সিবিআই তাকে হেফাজতে নেওয়া পরেই। রাজ্য পুলিশের অধীনে থাকলে কোনোমতেই এই তদন্তের গতিপ্রকৃতি লক্ষ্য করা যেত না। তাই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হলে যে সিবিআইকেই এর ভার দেওয়া প্রয়োজন, তা অনুভব করেছে আদালত। সেই কারণে শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার পরেই ঘটনা ঘটার দিন কল ডিটেলস খতিয়ে দেখতে শুরু করেছে। আর তার পরিপ্রেক্ষিতেই বলা হচ্ছে যে, এবার হয়ত এই কল ডিটেলসের ভিত্তিতেই বড় চাপের মুখে পড়তে পারে এই রাজ্যের শাসক দল। ফেঁসে যেতে পারেন অনেক নেতা-নেত্রীরা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -