এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পদ্মে যোগ দিতেই অভিজিতের নামে দেওয়াল লিখন! তমলুকে বড় পদক্ষেপ বিজেপির!

পদ্মে যোগ দিতেই অভিজিতের নামে দেওয়াল লিখন! তমলুকে বড় পদক্ষেপ বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তিনি যেদিন রাজনীতিতে আসার কথা জানিয়ে দিয়েছিলেন, সেই দিন থেকেই তার বিজেপিতে যোগ দেওয়া থেকে শুরু করে আর একটি জল্পনা তৈরি হয়। আর সেটা হল, তিনি শুধু বিজেপিতে যুক্ত হওয়া নন, এবার লোকসভা ভোটে তাকে মেদিনীপুরের কোনো একটি আসন থেকে প্রার্থী করা হতে পারে বলেও অনেকে দাবি করতে শুরু করেন। তবে এখনও পর্যন্ত প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলেও বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেনি। স্বভাবতই বিজেপির মত আদর্শ পরায়ণ একটি দলের প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ার আগেই তমলুকে যে ঘটনা ঘটে গেল, তাতে একাংশ বলছেন যে, এটা তো আর তৃণমূল কংগ্রেস নয় যে, প্রার্থী ঘোষণা হোক বা না হোক তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যাবে! বিজেপির পক্ষ থেকে নিশ্চিত খবর পেয়েই কর্মীরা এই কাজ করেছেন। যাতে প্রচারে এই রাজ্যে শাসকদলকে আগে থেকেই পিছনে ফেলে দেওয়া যায়।

প্রসঙ্গত, আজ তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করে দেওয়াল লিখন করতে দেখা যায় বিজেপি কর্মীদের যেখানে আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নাম লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি তাকে স্বাগত জানিয়ে অনেক জায়গায় পোস্টার পর্যন্ত দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। আর এখানেই একাংশ বলছেন যে, বিজেপির মত দলে কর্মীরা আগে থেকে কোনো খবর না পেয়ে কখনই এই দেওয়াল লিখন বা পোস্টার দিতে পারত না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রার্থী হচ্ছেন, এটা এক প্রকার নিশ্চিত। আর তিনি প্রার্থী হলে তমলুকের মত আসন থেকে যে শাসক দলের কত হাজার বা কত লক্ষ ভোট লস হবে, সেটা তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবে না। তাই হয়ত প্রার্থী তালিকা সরকারিভাবে ঘোষণা করা হবে। কিন্তু তার আগেই বিজেপি কর্মীরা এই দেওয়াল লিখন করে নিজেদের কাজ এগিয়ে রেখে তমলুক আসনের ব্যাপক লিড দিয়ে অভিজিৎবাবুকে লোকসভায় পাঠাতে চাইছে বলেই মনে করছেন একাংশ।‌

পর্যবেক্ষকদের মতে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যুক্ত হওয়ার পরেই তিনি বুঝিয়ে দিয়েছেন, তার একটাই লক্ষ্য তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। অর্থাৎ মিনমিনে সুরে নয়। একেবারে শুভেন্দু অধিকারীর ঢঙ্গেই কিন্তু চোখে চোখ রেখে এই রাজ্যের শাসকদলের সঙ্গে প্রথম দিন থেকেই লড়াইয়ের কৌশল বেছে নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তাই তার মত একজন কট্টর তৃণমূল বিরোধী ব্যক্তি, তাকে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে, এমনটাই আশা করা হয়েছিল। আর আজ সেই আশাতেই সীলমোহর পড়ে গেল। কার্যত স্পষ্ট হয়ে গেল যে, তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে দিনের শেষে সরকারিভাবে বিজেপির তরফে ঘোষণা করা প্রার্থী তালিকায় অভিজিৎবাবুর নাম থাকে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!