এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আরও বিপাকে শাহজাহান? ঝোড়ো ব্যাটিং শুরু করলো সিবিআই! সর্ষেফুল দেখছে তৃণমূল!

আরও বিপাকে শাহজাহান? ঝোড়ো ব্যাটিং শুরু করলো সিবিআই! সর্ষেফুল দেখছে তৃণমূল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সন্দেশখালি বেতাজ বাদশা বলে পরিচিত শাহজাহান হয়ত ভেবে নিয়েছিলেন যে, তার মাথার ওপর তার নেত্রী আছে এবং যুবরাজ আছে। তাই তাকে কেউ ছুঁতে পারবে না। তিনি যেভাবে সবাইকে ভয় দেখিয়েছেন, ধমকেছেন, মহিলাদের ইজ্জত লুটেছেন, এভাবেই সবকিছু চলবে। গ্রেপ্তার হয়ত হয়েছেন। কিন্তু তিনি পুলিশের হাতে রয়েছেন, তাই তার ওপর সেই টর্চারটা হবে না। কিন্তু আদালত নির্দেশ দেওয়ার পরেই সিবিআইয়ের হেফাজতে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। আর তারপর থেকেই তার মনে ভয় তৈরি হয়েছে যে, এটা তো আর রাজ্য পুলিশ নয়। তাকে এবার যা জিজ্ঞেস করা হবে, সেটা যদি তিনি না বলেন, তাহলে সিবিআই খুব ভালো মত জানে, কি করে তার কাছ থেকে কথা বের করতে হয়।

তাই এসব নিয়েই তিনি নাকি ভেঙে পড়েছেন বলে খবর। আর তার মাঝেই সিবিআই এবার আসল খেলা শুরু করে দিল। তারা তদন্ত যেমন করছে, ঠিক তেমনই তারা ভুলে যায়নি যে, গত 5 জানুয়ারি তাদের এজেন্সির যে সমস্ত আধিকারিকরা সন্দেশখালিতে গিয়েছিলেন এবং সেখানে তাদের ওপর যে হামলা হয়েছিল, তা কতটা খারাপ হয়েছিল! তাই যারা সেই দিন আক্রান্ত হয়েছিলেন, তাদের সকলকে সাথে নিয়ে আজ শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়ে এক বড় পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কি সেই পদক্ষেপ?

সূত্রের খবর, এদিন শেখ শাহজাহানের বাড়ির এলাকায় পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যেখানে তাদের সঙ্গে ছিল একটি ফরেন্সিক টিম। পাশাপাশি যারা গত 5 জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন, তদন্ত করতে এসে তাদের মধ্যে দুইজনকেও সেখানে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। একেবারে থ্রি ডি স্ক্যানার দিয়ে পুরো ঘটনার তদন্ত করার চেষ্টা করছেন তারা। পাশাপাশি মাপ যোগ করে কিভাবে সেদিন হামলা হয়েছিল, তার কতটা সত্যতা রয়েছে এবং কি ঘটনা ঘটেছিল, তার সত্য তথ্য উদঘাটন করতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা। কারণ তারা চাইছে যে, মূল অভিযুক্ত এবার চরম শাস্তি পাক। আর সেই কারণেই সিবিআই এবার যে পদক্ষেপ নিতে শুরু করেছে, তাতে আশা করা হচ্ছে যে, এবার আসল খেলা হয়ত হবে। আর এতেই চোখে সর্ষেফুল দেখতে শুরু করেছে এই রাজ্যের শাসক দল। কিন্তু এর সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক?

পর্যবেক্ষকদের মতে, এর সঙ্গে তৃণমূলের যথেষ্ট সম্পর্ক রয়েছে। কারণ রাজ্য পুলিশের থেকে সিবিআই শেখ শাহজাহানকে হেফাজতে নিতেই তৃণমূলের নেতা নেত্রীরা চেঁচামেচি শুরু করেছেন। তারা ভেবেছেন যে, এবার তাদের খেলা শেষ। শেখ শাহজাহানকে এবার আসল কথা ফাঁস করতেই হবে। তাকে বলতে হবে যে, তার নির্দেশে সেদিন কেন্দ্রীয় সংস্থার ওপর যে হামলা হয়েছিল, তার পেছনে কোনো বড় মাথা রয়েছে কিনা! তাই স্বাভাবিকভাবেই তৃণমূলের মধ্যেও একটা ভয় কাজ করছে যে, তাদের দলের কোনো বড় মাথা যদি শেখ শাহজাহানকে নির্দেশ দিয়ে এই ধরনের ঘটনা ঘটায়, তাহলে সেই মাথা এবার চরম শাস্তি পাবে। যত বড়ই ধেড়ে ইঁদুর হোক না কেন, কেউ রেহাই পাবে না আর এতেই তদন্তকারী সংস্থা যেমন তাদের তদন্ত চালিয়ে গিয়ে মূল টাচে পৌঁছে যাবে, ঠিক তেমনই চাপ বাড়বে রাজ্যের শাসক দলের মধ্যে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!