এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘বৈশাখী-প্রভাব’ মুক্ত হতে রায়দিঘির কঠিন বামঘাঁটি ভাঙার গুরুদায়িত্ত্ব গেল শোভনের কাঁধে

‘বৈশাখী-প্রভাব’ মুক্ত হতে রায়দিঘির কঠিন বামঘাঁটি ভাঙার গুরুদায়িত্ত্ব গেল শোভনের কাঁধে

রাজনৈতিক মহলে নানা গুঞ্জনের মধ্যে এই মুর্হূতের সেরা হলো গত রবিবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সাথে বন্ধুত্ব না দল এই দুই মধ্যে কে অগ্রাধিকার পাবে এই প্রশ্নের জবাবে কলকাতার মেয়র শোভনদেব চট্টোপাধ্যায় দলকে বেছে নিলেন। আর সেই কারণেই সোমবার তৃণমূল নেতৃত্ব মেয়রকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রায়দিঘি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দিলেন। এদিন দুপুরে মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলভবনে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির সঙ্গে দেখা করেন। দলীয় সূত্রের খবর এদিন সুব্রত বাবু মেয়রকে বলেন রায়দিঘির প্রার্থী তালিকা চূড়ান্ত করা, প্রচারের কৌশল, বুথের এজেন্ট বাছাই প্রভৃতি সবক্ষেত্রেই তাঁকে দায়িত্ব নিতে হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত উল্লেখ্য এই রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়। গুঞ্জন ছিল যে দেবশ্রী রায়ের সাথে একসময় মেয়রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। মেয়রের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সাথে বন্ধত্ব হওয়ার পর থেকেই দেবশ্রী রায়ের সাথে সম্পর্কে ফাটল ধরতে শুরু হয় মেয়রের। আবার এখন মেয়রকে রাজ্য নেতৃত্বের সেই রায়দিঘির দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানান গুঞ্জন তৈরী হয়েছে। উল্লেখ্য তৃণমূলভবনে পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনায় দলীয় প্রার্থীপদ এবং কৌশল নিয়ে সুব্রত বক্সি, শোভন দেব চট্টোপাধ্যায় ছাড়াও এদিন বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ঐ জেলার নির্বাচন পরিচালনার জন্য গঠিত শীর্ষ কমিটি তে পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেও শোভনদেব চট্টোপাধ্যায়ের স্থান হয়নি। তৃণমূলের একাংশের মত এদিনের বৈঠকে মেয়রকে ভালোভাবেই বুঝিয়ে দেওয়া হলো যে রাজ্যের নির্বাচন ও দলীয় অবস্থানের কথা চিন্তা করে রায়দিঘির বিধায়কের সাথে তাঁকে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!