এখন পড়ছেন
হোম > রাজ্য > সিভিক ভলান্টিয়ারের মারে মৃতের পরিবারের সাথে দেখা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক

সিভিক ভলান্টিয়ারের মারে মৃতের পরিবারের সাথে দেখা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক


সিভিক ভলান্টিয়ারের মারে মৃত সৌমেন দেবনাথের পরিবারের সঙ্গে দেখা করবার জন্য এদিন রাজ্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর বাড়িতে যান। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের পাশে থাকবার বার্তা নিয়ে এদিন পরিবারের সদ্যস্যদের সঙ্গে দেখা করেন জ্যোতিপ্রিয়বাবু।প্রসঙ্গত কিছুদিন আগে সৌমেন দেবনাথ ট্র্যাফিক আইন ভাঙবার জন্য এক সিভিক ভলেন্টিয়ারের হাতে নিহত হন। এদিন জ্যোতিপ্রিয়বাবুর সাথে যান স্থানীয় বিধায়ক রথীন ঘোষ।এদিন জ্যোতিপ্রিয়বাবু বলেন যে “অভিযুক্ত যথাযথ শাস্তি পাবে। ওই সিভিক ভলান্টিয়ারের উচিত ছিল হেলমেটবিহীন অবস্থায় গাড়ি চালানোর অপরাধে সৌমেনবাবুকে ধরে থানায় নিয়ে যাওয়া। কিন্তু তা না করে সে যে কাজ করেছে তা অপরাধ। এর ফলে মৃতের পরিবার এই মুহূর্তে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। কারণ একমাত্র সৌমেনবাবুই রোজগার করতেন। তাই তাঁর অবর্তমানে কীভাবে পরিবারটিকে সাহায্য করা হবে তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।”

এদিন জ্যোতিপ্রিয়বাবু সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের প্রসঙ্গ তুলে বললেন,“সিভিক ভলান্টিয়ারদের রাস্তায় মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ নেওয়া খুব জরুরি। এই নিয়ে উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারের সঙ্গেও কথা হয়েছে।”একই সঙ্গে পুরো ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের যথাযথ শাস্তির কথাও তিনি জানান।পাশাপাশি তিনি জানান রাজ্য সরকার পীড়িত পরিবারের পাশে থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!